পর্যবেক্ষক: বাসিন্দাদের কথা শুনছেন পর্যবেক্ষকেরা। নিজস্ব চিত্র
ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন অনেকে। ভয় দেখানো, হুমকিতে সন্ত্রস্ত ওই ভোটাররা প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছিলেন। এলাকায় গিয়ে ওই বাসিন্দাদের সঙ্গে দেখা করে, কাউকে ডেকে এনে কথা বলে ভোটদানের বিষয়টি নিশ্চিত করতে তৎপর হলেন পর্যবেক্ষকরা।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের চৈনগরে বাংলাদেশ সীমান্তে চরকি পাক খেলেন নির্বাচন কমিশনের পাঠানো দুই পর্যবেক্ষক। জেনারেল অবজার্ভার অমরেন্দ্রপ্রসাদ সিংহ এবং পুলিশ অবজার্ভার রাজেশকুমার সিংহ এ দিন কাঁটাতারের ঘেঁষা এবং লাগোয়া এলাকার বুথে বিডিওকে সঙ্গে নিয়ে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনকে বেশ কিছু বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এ দিন বেলা ১২টা নাগাদ হেমতাবাদ বিডিও অফিসে যান দুই পর্যবেক্ষক। তাঁরা বিডিও পৃথ্বীশ দাসের সঙ্গে কথা বলে এলাকার খোঁজখবর নেন। ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চান। এলাকার মদের দোকানগুলোর উপর নজরদারি রাখতে বলেন। বিভিন্ন স্পর্শকাতর বুথের বিষয়ে খোঁজ নেন। যেসব বাসিন্দারা গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি তাঁদের খোঁজ নেন। তাঁদের কাছেও এ ব্যাপারে যেসব অভিযোগ পৌঁছেছে তাও খতিয়ে দেখেন। এরপর বিডিও, তাঁর দফতরের আধিকারিক এবং স্থানীয় পুলিশ আধিকারিকদের নিয়ে চৈনগরে বাংলাদেশ সীমান্তে যান। পাহাড়পুর, মহিষগাঁও, মানিকপাড়া এলাকা ঘুরে দেখেন। কাঁটাতারের ২০ ফুট দূরে মহিষগাঁও প্রাথমিক স্কুলের বুথে যান। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন। পাহাড়পুর এলাকার বাসিন্দা হাসিম আলি অভিযোগ জানিয়েছিলেন, ভোট দান থেকে বিরত থাকতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে ভয়ে তাঁরা ভোট দিতে যেতে পারেননি। এ দিন পুলিশ পাঠিয়ে তাঁকে বাড়ি থেকে ডেকে আনেন পর্যবেক্ষকরা। তাঁর কথা শোনেন। পুলিশ আধিকারিকদের ফোন নম্বর রাখতে বলেন। কোনও সমস্যা হলে ফোন করতে পরামর্শ দেন। ওই বুথে খোলা জায়গায় ওই বুথের নিরাপত্তা ব্যবস্থা দেখেন। প্রশাসনদের তরফে জানানো হয়, সীমান্ত-ঘেঁষা ১৫টি গ্রামে ১৫টি বুথ রয়েছে। সেখান থেকে পর্যবেক্ষকরা যান মানিকপাড়া প্রাথমিক স্কুলের বুথে। সেখানকার বাসিন্দা মহম্মদ মুসা এবং কাশম আলিকে ডেকে কথা বলেন। তাঁদেরও হমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। একান্তে তাঁদের সঙ্গে কথা বলেন পর্যবেক্ষকরা।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
বিরোধী কংগ্রেস, বিজেপি, বামেদের মতো দলগুলোর অভিযোগ, পঞ্চায়েত ভোটে প্রহসন হয়েছে। পুলিশের সামনেই বুথ দখল হয়েছে। সাধারণ মানুষ বহু এলাকায় ভোট দিতে যেতে পারেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy