টেবল টেনিস খেলছেন মান্তু ঘোষ ও লিলিয়ারোজ। — নিজস্ব চিত্র
শারীরিক প্রতিবন্ধী বলে হুইলচেয়ার বা ক্রাচে ভর দিয়ে যাঁদের চলাফেরা করতে হয় তারা কী করে টেবল টেনিস খেলবেন? কোচদের সেই প্রশিক্ষণই দেবেন ক্রিস্টিয়ান লিলিয়ারোজ। শনিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে কোচদের নিয়ে যে প্রশিক্ষণ শুরু হল তারই অঙ্গ হিসাবে আমেরিকান কোচ ক্রিস্টিয়ানের কাছ থেকে ওই বিষয়টি শিখবেন দেশের কোচেরা। মোট ৩০ জন কোচ প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের মধ্যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ১৭ জন রয়েছেন। সে কারণে এই প্রশিক্ষণ পাওয়া কোচেরা উত্তরবঙ্গে প্রতিবন্ধীদের টেবল টেনিস শেখাতে পারবেন বলে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মনে করছেন। তাতে প্রতিবন্ধীদের মধ্যে টেবল টেনিসে উৎসাহ বাড়ানো যাবে বলেও তাঁদের আশা।
আগামী ৩-৪ মে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রশিক্ষণ দেবেন লিলিয়ারোজ। হুইলচেয়ারে বসে কী করে খেলতে হয়, ক্রাচ হাতে করে কী ভাবে ‘সার্ভিস’ করতে হয় সে সবই তিনি নিজে করে দেখাবেন। এ দিন প্রতিবন্ধীদের টেবল টেনিস খেলার ভিডিও ফুটেজও দেখান লিলিয়ারোজ। ইন্টারন্যাশনাল টেবল টেনিস ফেডারেশন-এর উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির হচ্ছে। দিল্লি, চেন্নাই, মহারাষ্ট্রের মতো বিভিন্ন জায়গা থেকে কোচরা পিটিটি লেভেল-১ কোচ হিসাবে স্বীকৃতি পেতে এই প্রশিক্ষণ নিচ্ছেন। পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে যারা সফল হবেন তাঁরা শংসাপত্র পাবেন।
লিলিয়ারোজের থেকে বিষয়টি শিখতে উত্তরের কোচেরাও উৎসাহী। উত্তরবঙ্গ টেবল টেনিস সংস্থার সভাপতি মান্তু ঘোষ বলেন, ‘‘উত্তরবঙ্গেও শারীরিক প্রতিবন্ধী ওই ছেলেমেয়েদের মধ্যে যারা টেবল টেনিসে উৎসাহী হবে এই শিবিরের ফলে তাদের কোচেরা সঠিক ভাবে শেখাতে পারবেন। এটা খুবই ভাল ব্যাপার।’’ এমনকী সংগঠনের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মান্তু। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, প্যারাঅলিম্পিকে প্রতিবন্ধীদের টেবল টেনিস খেলাও রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ওই খেলোয়াড়দের জন্য প্যারা সংগঠনও রয়েছে। খেলোয়াদের উৎসাহিত করা, তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা সক্রিয়। তবে উত্তরবঙ্গের টেবল টেনিসে এ ধরনের কোনও সংগঠন বা প্রতিবন্ধীদের টেবল টেনিস খেলানোর তেমন কোনও ব্যবস্থা নেই। ভবিষ্যতে উত্তরবঙ্গে প্রতিবন্ধী ছেলেমেয়েদের টেবল টেনিস শেখানো এবং তাদের বিকাশের লক্ষে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এ দিন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতী ঘোষ। তিনি, মান্তু এবং লিলিয়ারোজ টেবল টেনিস খেলে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy