Advertisement
০৪ নভেম্বর ২০২৪

জেটের বিমান বন্ধ

বিমানবন্দর সূত্রের খবর, তুলে নেওয়া হচ্ছে কলকাতা-পোর্ট ব্লেয়ারের বিমানটিও। রবিবার জেটের তরফে বাগডোগরা বিমানবন্দর কতৃর্পক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৯
Share: Save:

আগামী ২৫ মার্চ থেকে সাময়িকভাবে বাগডোগরা-কলকাতা বিমান তুলে নিতে চলেছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রের খবর, তুলে নেওয়া হচ্ছে কলকাতা-পোর্ট ব্লেয়ারের বিমানটিও। রবিবার জেটের তরফে বাগডোগরা বিমানবন্দর কতৃর্পক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থা বাগডোগরা ও পোর্টব্লেয়ারের মত বিমানবন্দরগুলি যাতায়াতে বোয়িং ৭৩৭-৮০০ বিমান চালিয়ে থাকে। তিন বছরের মধ্যে সংস্থার তরফে বোয়িং ৭৩৭-৮০০ বদল করে তা বোয়িং ৭৩৭-মাক্স করা হবে। এর জন্য ধীরে ধীরে ছোট বিমানবন্দরগুলির যাতায়াতের রুটের পুরানো বোয়িং তুলে নিয়ে নতুন বোয়িং নামাবে জেট। যত দ্রুত বিমানগুলি আসবে, ততই পুরানো বন্ধ রুটগুলি চালু করা হবে।

বিমানবন্দরের অফিসারেরা জানান, বর্তমানে বাগডোগরা-কলকাতা রুটে লাভজনকভাবে জেট বোয়িং চালাচ্ছে। পুজোর মরসুম বা বড়দিনের মরসুমে জেটের ভাড়া সর্বাধিক স্তরে পৌঁছয়। কোনও কোনওদিন ১৪/২০ হাজারে পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। বাগডোগরা বিমানবন্দর অধিকর্তা রাকেশ সহায় বলেন, ‘‘আপাতত জেট কলকাতা রুটে বিমান চালাচ্ছে না। তবে দিল্লি, গুয়াহাটি এবং মুম্বই রুটে আগের মতই জেটের বিমান চলবে। আমাদের আশা, জেট কলকাতা রুটে নিশ্চয়ই দ্রুত ফের বিমান নামাবে।’’

এ দিনই জেটের ওয়েবসাইটে ২৫ মার্চের পর কলকাতা-বাগডোগরা বিমানের কোনও সরাসরি বিমানের টিকিট নেই বলে দেখানো শুরু হয়েছে। এখন প্রতিদিন বেলা ১টায় জেটের বিমান কলকাতা থেকে ছেড়ে ২.১০ মিনিটে বাগডোগরা আসে। ২.৫০ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে বেলা ৩.৫৫ মিনিটে কলকাতা পৌঁছয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE