মুখ্যমন্ত্রীর সফরের আগে শনিবার তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে চালু করা হচ্ছে ছ’টি বিভাগ৷ ইন্ডোরেও একটি বিভাগ চালু হতে পারে বলে জানা গিয়েছে৷
গত বছর এই হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
উদ্বোধনের পরেই সেখানে আউটডোরে চর্ম ও দন্ত বিভাগে চিকিৎসা চালু করা হয়৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরের ঠিক আগে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে শনিবার থেকেই হাসপাতালে সাধারণ, শল্য, অস্থি, হোমিওপ্যাথি, মানসিক ও বরিষ্ট নাগরিকদের চিকিৎসার বিভাগ চালু করতে বলা হয়েছে৷
সেই মতো এ দিনই জলপাইগুড়ি জেলা হাসপাতাল থেকে ওই বিভাগগুলিকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ জারি করেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ হাসপাতাল সুপার গয়ারাম নস্কর বলেন, স্বাস্থ্য দফতরের নির্দেশে শনিবার থেকেই সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে নতুন ছয়টি বিভাগ চালু হবে৷
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ইতিমধ্যেই সেই নির্দেশও চলে এসেছে৷ তবে তেমনটা হলে চিকিৎসক নিয়ে একটা বড় সমস্যা তৈরি হবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তাদের একাংশ৷ তাঁদের মতে, সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্ডোরে একটি বিভাগ চালু করলেই সেখানে একটি ইমার্জেন্সি বিভাগও চালু করতে হবে৷ রোটেশন অনুযায়ী সেখানে চব্বিশ ঘন্টারই চিকিৎসক প্রয়োজন৷ সে জন্য কম করে আরও দশ জন নতুন জিডিএমও দরকার হবে৷ হাসপাতালের এক কর্তার কথায়, এমনিতেই হাসপাতালে প্রায় সব বিভাগেই এই মুহুর্তে চিকিৎসকের সঙ্কট৷ এই অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে ইন্ডোর চালু হলে সমস্যা আরও বাড়বে৷
জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালে ইন্ডোর চালু হবেই৷ শনিবারই রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের ওই হাসপাতাল পরিদর্শনে আসার কথা৷ তারা হাসপাতালের সব দিক খতিয়ে দেখে যেভাবে ইন্ডোর চালুর নির্দেশ দেবেন সে ভাবেই তা চালু করা হবে৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy