পরিদর্শন: মেডিক্যালে স্বাস্থ্য দফতরের কর্তারা। —নিজস্ব চিত্র জলপাইগুড়ি
প্রস্তাবিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের জমি দেখে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা৷ শনিবার জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকের জমিটি পরিদর্শন করতে যান তারা৷ সেখান থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালও ঘুরে দেখেন তারা৷ প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, টিবি হাসপাতাল পাড়ার জমিতে মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং ও জেলা হাসপাতালকে মেডিক্যালে কলেজের হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাবেন তাঁরা৷
গত ২৮ মার্চ জলপাইগুড়িতে এসে মেডিক্যাল কলেজ গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই দিনই প্রাথমিকভাবে বিকেলেই টিবি হাসপাতাল পাড়ার জমিটি দেখতে যান স্বাস্থ্য দফতরের কর্তারা৷ পরবর্তীতে জমিটি মাপজোক করে জলপাইগুড়ি জেলা প্রশাসন৷ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের তরফেও ওই জমিতেই মেডিক্যাল কলেজ গড়ার জন্য রাজ্য, স্বাস্থ্যশিক্ষা দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়৷ এই পরিস্থিতিতে শনিবার জলপাইগুড়িতে আসেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দফতরের বিশেষ সচিব তমালকান্তি ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল৷ তমালবাবু ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন দফতরের সহকারী সচিব পার্থ পাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়৷
এ দিন প্রথমেই টিবি হাসপাতাল পাড়ার জমিটি পরিদর্শন করেন তারা৷ তারপর সেখান থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালে যান৷ সেখান থেকে জেলা স্বাস্থ্য দফতরে গিয়ে সিএমওএইচ জগন্নাথ সরকারের সঙ্গে বৈঠকো করেন তারা৷ পরে তমালবাবু জানান, একটি মেডিক্যাল কলেজ গড়ার জন্য যা যা দরকার, তার সবটাই জলপাইগুড়িতে রয়েছে৷ আমরা আমাদের প্রস্তাবে টিবি হাসপাতাল পাড়ার জমিটিতে মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবন গড়ার প্রস্তাব দেব৷ আর জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজের হাসপাতাল হিসাবে ব্যবহারের প্রস্তাব দেব৷ যেহেতু জেলা হাসপাতালে পাঁচশোর বেশি বেড রয়েছে এবং এটি টিবি হাসপাতাল পাড়ার জমি থেকে চার কিলোমিটারের মধ্যেই অবস্থিত, তাই এই পরিকল্পনা বাস্তবায়নে কোনও সমস্যা হবে না৷
তমালবাবু বলেন, ‘‘বিষয়টি আমরা শুধু প্রস্তাব আকারেই দেব৷ বাকি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই৷’’ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্য সরকার এই প্রস্তাবে সিলমোহর দিলেও এ ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে মেডিক্যাল কাউন্সিলই৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy