Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Abhishek Banerjee at Cooch Behar

দু’ধাপে সুরক্ষা বলয়, শতাধিক পুলিশের নজর, অভিষেকের নিরাপত্তা নিয়ে ‘কটাক্ষ’

দলের তরফে জানানো হয়েছে আজ, বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে কোচবিহারে হেলিকপ্টারের মহড়া।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে কোচবিহারে হেলিকপ্টারের মহড়া। (ডান দিকে) আলিপুরদুয়ার জেলায় অভিষেকের সভার জন্য মাঠ ঘুরে দেখছেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। নিজস্ব চিত্র

নমিতেশ ঘোষ
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ০৮:৪০
Share: Save:

সংযোগ যাত্রায় আজ, সোমবার বিকেলে কোচবিহারে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে নেওয়া হচ্ছে কোচবিহার। দল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাঠে রাত্রিযাপন করবেন সেখানে থাকবে প্রায় একশোটি করে তাঁবু। গোটা এলাকা ঘিরে নেওয়া হবে সিসি ক্যামেরায়। স্নিফার ডগ চষেবেড়াবে মাঠ।

সূত্রের খবর, অভিষেককে ঘিরে থাকবে দু’টি নিরাপত্তা বলয়। প্রথম ধাপে থাকবে অভিষেকের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। দ্বিতীয় ধাপে থাকবেন কোচবিহার জেলা পুলিশের কর্মীরা। অভিষেক যেখানে থাকবেন তাঁর চারপাশে অন্তত পক্ষে একশো জন পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। তিনি রোড শো করার সময়ে তাঁকে ঘিরে থাকবেন পুলিশ কর্মীরা।

সংযোগে বেরিয়ে কেন এত নিরাপত্তার বহর, তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধীরা। বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ‘‘মানুষের থেকে তৃণমূল নেতাদের দূরত্ব বেড়ে গিয়েছে। মানুষের কাছে গেলে তো প্রশ্নের মুখে পড়তে হবে। তাই নিরাপত্তা বলয়ের মধ্যে লুকিয়ে থাকার বন্দোবস্ত করা হয়েছে।’’ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের জবাব, ‘‘যাঁরা সব সময় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের আগে-পিছে রেখে বাইরে বেরোন, তাঁদের মুখে নিরাপত্তা নিয়ে কোনও কথা মানায় না।’’

দলের তরফে জানানো হয়েছে আজ, বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। সেখান থেকে ‘ক্যারাভ্যানে’ চেপে তিনি পৌঁছে যাবেন দিনহাটার বামনহাটের পাথরসনের মাধাইকালী মন্দিরের মাঠে। সেখানেই রাত্রিযাপনের কথা রয়েছে তাঁর। সেখান থেকে ২৫ এপ্রিল সাহেবগঞ্জে জনসভা করে তিনি যাবেন গীতালদহে বিএসএফের গুলিতে নিহত প্রেমকুমার বর্মণের বাড়িতে। সেখান থেকে গোসানিমারি, শীতলখুচিতে একাধিক কর্মসূচি সেরে অভিষেক পৌঁছবেন মাথাভাঙার কলেজ মাঠে। সেখানে রাত্রিযাপন করবেন তিনি। এর পরে ২৬ এপ্রিল একই ভাবে একাধিক জায়গায় রোড শো ও সভা করে তুফানগঞ্জের মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে রাত্রিযাপন করবেন অভিষেক। যেখানে যেখানে অভিষেক রাত্রিযাপন করবেন এবং সভা করবেন সেই জায়গাগুলি একাধিক বার পরিদর্শন করেছেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গে কর্তারা। অভিষেক যে পথে যাতায়াত করবেন, সেই পথও কয়েক দফায় পরিদর্শন করা হয়েছে। রাজ্য পুলিশের বাইরে অভিষেকের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সব জায়গা দফায় দফায় ঘুরে দেখেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জ়েড প্লাস নিরাপত্তা পান। সে ক্ষেত্রে তার গাড়ির সামনে থাকবে পাইলট ভ্যান। তাঁর গাড়ির আগে-পিছে পুলিশ ভ্যান থাকবে। এরই পাশাপাশি অভিষেকের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরাও তাঁর গাড়ি ঘিরে থাকবেন। রাতে কারাভ্যানেই রাত্রিযাপনের কথা রয়েছে অভিষেকের। ওই গাড়ি একটি মাঠে রাখা হবে। সেখানে তৃণমূল নেতা-কর্মীদের থাকার জন্য তাঁবু থাকবে। ওই পুরো মাঠ এবং সভামঞ্চের আশপাশ চষে বেড়াবে স্নিফার ডগ। অভিষেকের জন্য তাঁবু দিয়ে একটি বিশ্রাম কক্ষ তৈরি হবে। রাজ্য পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জ়েড প্লাস নিরাপত্তা পান। তার মধ্যে নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা পুরোটাই করব।’’ (তথ্য সহায়তা: উৎপল অধিকারী)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy