Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বালুরঘাটে স্কুলে তালা, ঢুকতে বাধা প্রধান শিক্ষিকাকে

শনিবারও স্কুলে ঢুকতে পারলেন না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এনসি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা সেন। স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষিকার ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবারও তাকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।

তালাবন্ধ দরজা। — নিজস্ব চিত্র

তালাবন্ধ দরজা। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০২:০২
Share: Save:

শনিবারও স্কুলে ঢুকতে পারলেন না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এনসি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা সেন। স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষিকার ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবারও তাকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পর পর দু’দিন স্কুলে ঢুকতে না পেরে প্রধান শিক্ষিকা অনুরাধাদেবী রাজ্যের শিক্ষা অধিকর্তা এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনায় স্কুলের পরিচালন সমিতির সভাপতি শান্তনু দের বিরুদ্ধে পদক্ষেপ করতে জেলা স্কুল পরিদর্শক দীপঙ্কর রায় রাজ্য শিক্ষা দফতরে রিপোর্ট পাঠিয়েছেন।

স্থানীয় তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক শান্তনু দের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ করায় তাঁকে মিথ্যা অভিযোগে সাসপেন্ড করা হয় বলে প্রধান শিক্ষিকা অনুরাধা সেনের অভিযোগ। তাঁর দাবি, ‘‘বদলির জন্য আমার কাছ থেকে মোটা টাকা তোলা চান শান্তনুবাবু। টাকা দিতে অস্বীকার করায় মিথ্যা অভিযোগ তুলে আমাকে গত ৩ অগস্ট সাসপেন্ড করা হয়।’’ ওই সাসপেনশনের বিরুদ্ধে রাজ্য শিক্ষা দফতরের গেলে অনুরাধাদেবীর পক্ষে রায় দেওয়া হয় বলে স্কুল পরিদর্শক দীপঙ্কর রায় জানিয়েছেন। শান্তনুবাবু অবশ্য দাবি করেন,‘‘আর্থিক অনিয়মের কারণে প্রধান শিক্ষিকা অনুরাধা সেনকে সাসপেন্ড করা হয়। টাকা চাওয়ার অভিযোগ মিথ্যা। তাছাড়া তাঁর ঘরে তালা মারা হয়নি। তাঁকে স্কুলে ঢুকতেও বাধা দেওয়া হয়নি।’’

প্রধান শিক্ষিকা অনুরাধাদেবীর অভিযোগ, স্কুলে যোগদানের সরকারি আদেশ নিয়ে এ দিন স্কুলে ঢুকতে গেলে পরিচালন সমিতির সভাপতি নিজে আড়ালে থেকে অনুগামীদের দিয়ে তাকে স্কুল থেকে বের করে দেয়। ঘরে তালাও ঝুলিয়ে দেয়। স্কুল পরিদর্শক দীপঙ্কর রায় বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকাকে কাজে যোগ দিতে না দেওয়ায় সরকারিভাবে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি স্কুল পরিচালন কর্তৃপক্ষের হুমকি ও অনৈতিক কাজের বিরুদ্ধে শিক্ষা দফতরে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’

নদীপাড় এনসি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধাদেবীর দাবি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের স্কুলে বদলির জন্য আবেদন করলে পরিচালন সমিতির সভাপতি তার কাছে এক লক্ষ টাকা তোলা চেয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

Headmistress student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE