দিনের পর দিন অনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু প্রশাসনকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের স্ত্রী কল্যাণীদেবীর ‘মাতৃ আশ্রয়’ নামে শিশুকন্যাদের হোমটির তাই অনুমতিই বাতিল করার আর্জি জানালেন কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন। পুলিশি তদন্তেরও দাবি জানিয়েছেন জেলাশাসক।
হোমটি মাথাভাঙার পচাগড় মোড়ে। হিতেনবাবুর বক্তব্য, “নিজস্ব তহবিলে ওই হোম চালান আমার স্ত্রী। প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতাও করেন তিনি। অভিযোগ ঠিক নয়।’’ কিন্তু প্রশাসনের দাবি, ওই হোম পরিদর্শনে গিয়ে বার বার প্রশাসনের আধিকারিকদের বিধায়কের স্ত্রীর হাতে অপদস্থ হয়ে ফিরে আসতে হয়েছে। হিতেনবাবুর বক্তব্য, ‘‘কোনও কোনও সময় হঠাৎ করে পরিদর্শনের জন্য কেউ কেউ ভিতরে ঢুকে পড়েন। পুরুষদের হঠাৎ করে ওই হোমে ঢোকা যায় না। তা নিয়েই প্রতিবাদ করেন আমার স্ত্রী। আর কিছু হয়নি।” কল্যাণীদেবীর দাবি, “চক্রান্তের গন্ধ পাচ্ছি। রাজনীতিও থাকতে পারে।’’ তাঁর কথায়, ‘‘মানুষ জানেন আমি কী ভাবে হোম চালাই। অনুমতি নবীকরণের সময়ও আমাকে ঘোরানো হয়। সব মিথ্যে অভিযোগ” উল্গানাথন বলেন, “হোমটি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy