Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বর্ধিত পার্কিং ফি নিয়ে ক্ষোভ

শহরের পার্কিং ফি বৃদ্ধির প্রতিবাদে পুরসভায় বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস। সোমবার পুর কমিশনারের দফতরে স্মারকলিপি দেয় তারা। ছিলেন পুরসভার বিরোধী দলনেতা নান্টু পাল-সহ তৃণমূলের কাউন্সিলরদের অনেকে

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০১:৩৬
Share: Save:

শহরের পার্কিং ফি বৃদ্ধির প্রতিবাদে পুরসভায় বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস। সোমবার পুর কমিশনারের দফতরে স্মারকলিপি দেয় তারা। ছিলেন পুরসভার বিরোধী দলনেতা নান্টু পাল-সহ তৃণমূলের কাউন্সিলরদের অনেকেই। অভিযোগ, এর আগে মিউটেশন ফি বৃদ্ধি করেছে পুরসভা। সে সময়ও প্রতিবাদ জানানো হয়েছিল। এ বার পার্কিং ফি ১০০ শতাংশ বাড়ানো হল। অথচ পুরবোর্ডে ক্ষমতাসীন বামেরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কোনও কর বৃদ্ধি করবেন না। তারা দ্বিচারিতা করছেন। এ দিন পুর কমিশনার ছুটিতে ছিলেন। দায়িত্বে রয়েছেন পুর সচিব সপ্তর্ষি নাগ। তিনি জানান, দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পুরসভা সূত্রে খবর, গত ১০ জুলাই থেকে দুই চাকার গাড়ি পার্কিং ফি ২ টাকার পরিবর্তে ৫ টাকা এবং চার চাকার গাড়ির ক্ষেত্রে ফি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করা হয়েছে। পার্কিং ফি ছাড়াও ছয় দফা বিভিন্ন অভিযোগ, দাবি দাওয়া জানিয়েছেন তাঁরা। তার মধ্যে রয়েছে, শহরের আবর্জনা, নিকাশি সাফাই পরিষেবা ঠিক মতো না হওয়ার অভিযোগ। শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে পুরসভা ব্যর্থ বলে সরব হন। বিরোধী দলনেতা নান্টু পাল জানিয়েছেন, পুর কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে ওয়ার্ড ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে। মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যে চালের দাম বৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হচ্ছে কেন? তৃণমূল ক্ষমতায় রয়েছে। তারা সে ব্যাপারে আগে ব্যবস্থা নিক।’’

অন্য বিষয়গুলি:

parking fees Dissatisfaction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE