ফাইল চিত্র।
দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনার প্রতিবাদ মিছিলে পুলিশি হস্তক্ষেপের অভিযোগ তুলে এর আগেই কনভেনশন করেছিল বামেরা। মিছিল থেকে পুলিশের গায়ে জ্বালানি তেল ঢালার অভিযোগে মামলা করা হয়েছিল সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অশোক ভট্টচার্য সহ একাধিক নেতার বিরুদ্ধে।
এ বার সেই সমস্ত ঘটনার প্রতিবাদে বড় আন্দোলনে নামছে বামেরা। যদিও এরপরে মিছিলে আর কুশপুতুল পোড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা। ৭ অক্টোবর বাঘা যতীন পার্ক থেকে শুরু করে এয়ারভিউ মোড় পর্যন্ত ফের মিছিল করবে বামেরা। মঙ্গলবার এ কথা জানান দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার।
এ দিন দলীয় দফতরে জীবেশ সরকার বলেন, ‘‘তৃণমূল শিলিগুড়ি দখল করতে পারেনি তাই মিছিলে কুশপুতুল নিয়ে ঝামেলা পাকিয়ে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। এগুলি শিলিগুড়ির মানুষ মেনে নেবে না।’’
জীবেশবাবু জানান মিছিল থেকে কুশপুতুল পোড়ানোর ঘটনায় পুলিশের উপর আক্রমণের মামলায় এখনও অনেক দলীয় সমর্থক বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। তাদের উপর থেকে মামলা প্রত্যাহারের চাপ দিতে আগেই একটি কনভনশন করে ৫ অক্টোবর এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বামেরা। কিন্তু ৫ অক্টোবর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে মিছিলের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। সিপিএম নেতাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কলকাতায় থাকাকালীন কী কলকাতায় অন্য কোনও রাজনৈতিক দলের মিছিল হয় না?
দাড়িভিট কাণ্ড ছাড়াও শিলিগুড়ি পুরসভাকে প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগ এবং গতবারের নির্বাচিত পঞ্চায়েতগুলো মেয়াদ ফুরনোর আগেই তৃণমূল দখল করে নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘এ ভাবে সিপিএম নয়, শিলিগুড়ির মানুষের বিরুদ্ধেই যুদ্ধে নেমেছে তৃণমূল। পুলিশের গুলিতে ছাত্র মারা গেলে আন্দোলন হবে না? প্রতিবাদ করলেই মিথ্যে মামলা দেওয়া হবে কেন?’’ দাড়িভিটের ঘটনায় বিজেপি মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন বামেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy