উচ্ছ্বসিত ক্লাব সদস্যরা। ছবি: দিব্যেন্দু দাস।
বছর দুয়েক আগে ফুটবলে নিজেদের হারানো গৌরব উদ্ধার করেছিল বাঘা যতীন ক্লাব। এ বার ক্রিকেটে। দীর্ঘ ২১ বছর বছর পর শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সুপার ডিভিশন ক্রিকেট লিগে এ বছর চ্যাম্পিয়ন হচ্ছে তারা। আর তাতে পুর নিবার্চনের বাজারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের পাড়ার ক্লাবে হুল্লোড় শুরু হয়ে গেল। মঙ্গলবার বিকেলে কলেজ পাড়ার ক্লাব ঘরে ক্রিকেটার, চেনা পরিচিতদের ডেকে মিষ্টিমুখ করানোর ধূম পড়ে যায়।
যদিও এ দিন লিগে তাদের শেষ ম্যাচ সূযর্নগর ফ্রেন্ডস ইউনিয়নের সঙ্গে খেলায় হেরেছে বাঘা যতীন ক্লাব, তবুও তারাই এ বছর ১৫ পয়েন্ট পেয়ে সুপার ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হচ্ছে। সরকারি ভাবে ঘোষণা এখনও হয়নি। লিগের আরও দুটি খেলা বাকি রয়েছে। আজ, বুধবার ওয়াইএমএ-র সঙ্গে খেলা ফ্রেন্ডস ইউনিয়নের। ৯ এপ্রিল লিগের শেষ খেলায় অগ্রগামী মুখোমুখি হচ্ছে সূর্যনগর ফ্রেন্ড ইউনিয়নের। মহকুমা ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে, লিগে প্রতিটি দল ৯ টি করে ম্যাচ খেলছে। তার মধ্যে বাঘা .যতীন ক্লাব ১টিতে হেরেছে। একটি খেলা বৃষ্টির জন্য অসমাপ্ত থাকায় দুটি দল ১ পয়েন্ট করে পেয়েছে। বাকি ৭টিতে জিতেছে বাঘা যতীন ক্লাব। তাতে বাঘা যতীনের সংগ্রহ ১৫ পয়েন্ট।
লিগে দ্বিতীয় স্থানে থাকা অগ্রগামী এখন পর্যন্ত ৩ টিতে ১ পয়েন্ট করে পেয়েছে। ২টিতে তারা হেরেছে। আরেকটি খেলা তাদের বাকি। সেটিতে জিতলেও তারা সেরা হতে পারছে না। সে কারণেই সরকারি ভাবে ঘোষণার অপেক্ষা থাকলেও বাঘা ষতীন ক্লাব-ই এ বছর চ্যাম্পিয়ন হচ্ছে তা জানিয়ে দিয়েছেন ক্রীড়া পরিষদের কমর্কতার্রাও।
ক্লাবের অন্যতম কর্মকর্তা শিবনাথ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর পর আমরা আবার চ্যাম্পিয়ন হলাম। একটা আলাদা আনন্দ হচ্ছে। আমরা ক্লাবের সমস্ত খেলোয়ার, শুভান্যুধ্যায়ীদের নিয়ে তাই এ দিন আনন্দ উৎসবের আয়োজন করেছিলাম।’’ তবে এ দিন শেষ ম্যাচ জিতে অপরাজিত থাকা হয়ে না ওঠায় আফসোসও করেছেন তিনি।
শিলিগুড়ি শহরের পুরনো ক্লাবগুলির মধ্যে বাঘা যতীন ক্লাব অন্যতম। দীর্ঘ ৪০ বছর বাদে ২০১৩ সালে তারা ফুটবলে সুপার ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে পুরনো গৌরব ফিরে পেয়েছে। এ বছর ক্রিকেটে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ, ক্রিকেট সচিব জয়ন্ত ভৌমিকরা। জয়ন্তবাবুর ক্লাব অগ্রগামী। গত ১৮ বছর ধরে তারাই চ্যাম্পিয়ন হযে আসছে। ওই ক্লাব থেকেই উঠে এসেছে ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটার। এ বার বাঘা যতীন ক্লাবের কাছে হেরেছে তাঁরাও। জয়ন্তবাবু বলেন, ‘‘চ্যাম্পিয়ন দলের জন্য শুভেচ্ছা রইল।’’
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন বাবু বলেন, ‘‘দীর্ঘদিন বাদে বাঘা যতীন ক্লাব আবার সুপার ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল। এটা নিঃসন্দেহে ক্লাবের পক্ষে গৌরবের।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy