মঞ্চে: শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। ছবি: বিশ্বরূপ বসাক
আবার পুলিশের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরকন্যার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন এলাকার খবর পুলিশের আগেই অনেক সময় সংবাদমাধ্যমের কাছে পৌঁছে যায়। তিনি যখন ওই কথা বলছিলেন, সেই সময়ই মঞ্চে বসেছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মিনা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পুলিশের কাছে অনেক সময়ই খবরাখবর দেরিতে আসে। তার আগে সাংবাদিকের কাছে খবর পৌঁছয়। তাঁদের নেটওয়ার্ক রয়েছে। পুলিশকেও যোগাযোগ বাড়াতে হবে। তা হলে অনেক অবাঞ্ছিত ঘটনা রুখে দেওয়া সম্ভব।’’
উল্লেখ্য, গত বুধবারও গজলডোবার ভোরের আলোর উদ্বোধনী অনুষ্ঠানেও কড়া ভাষায় পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি গজলডোবাকে ঘিরে জমি মাফিয়াদের নিয়ে সর্তক করেন। দ্রুত থানা, নোটিফায়েড এরিয়া, ভিডিও রেকর্ডিং করার কথা বলে কোথাও কোনও জমির মামলায় পুলিশ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন। এ দিন ফের পুলিশের খবর জোগাড় নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।
এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরে কমিশনারেটের কয়েকজন অফিসার জানান, আসলে মুখ্যমন্ত্রী পুলিশের সোর্স নিয়ে কথা বলতে চেয়েছেন। সোর্স ঠিকঠাক না থাকায় অনেকেই সময় থানা ফাঁড়িতে খবর সময় মতো পৌঁছয় না। সেই জায়গায় সংবাদিকদের কাছে খবর পৌঁছয়। তাই বিভিন্ন স্তরে যোগাযোগ বাড়িয়ে খবর জোগাড়ে নজর দিতে বলেছেন। পুলিশ সূত্রের খবর, এক সময় পুলিশকে সরকারি স্তরে ‘সোর্স মানি’ দেওয়া হত। তাতে যাঁরা গোপনে খবর দিতেন, তাঁদের সেই টাকা দেওয়া যেত। এখন তা নেই। শুধু বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা এজেন্সির হাতে তাও সোর্সমানি হিসাবে কিছু টাকা দেওয়া হয়। সেই তুলনায় কেন্দ্রীয় সংস্থাগুলিতে ভাল পরিমাণ সোর্স মানি থাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy