উত্তরের পর্যটনে নতুন পালক ক্যারাভ্যান। নিজস্ব চিত্র
বিদেশের মতো, উত্তরবঙ্গের জঙ্গলেও এখন থেকে ক্যারাভনে করে ঘোরার সুযোগ থাকছে। ক্যারাভ্যান, এক চলমান গাড়ি-বাড়ি৷ যে বাড়ির ভিতরে শুয়ে, বসে, মিলবে পাহাড়, জঙ্গল দেখার সুযোগ৷ প্রাক্তন নৌসেনা ইঞ্জিনিয়ারদের তৈরি এমনই এক ক্যারাভ্যান চালু করছে আলিপুরদুয়ারের এক বেসরকারি পর্যটন সংস্থা৷ গত কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর, আজ সোমবার থেকে এই ক্যারাভ্যানে করে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা৷
একটি গাড়ির মধ্যেই এক কামরার ক্যারাভ্যানটি তৈরি হয়েছে৷ সেখানে ছ’জনের শোওয়ার ব্যবস্থা, এসি, ফ্রিজ, টিভি, পানীয় জলের যন্ত্র, রান্না করার ব্যবস্থা, শৌচাগার সবই রয়েছে৷ গাড়ির গায়ে লাগানো আছে নাইট ভিশন ক্যামেরা। যার সাহায্যে গাড়ির ভিতরে বসে বাইরে জঙ্গলের মধ্যে কী হচ্ছে, টিভিতে তা দেখার সুযোগ রয়েছে৷ আবার বোটিং কিংবা মাছ ধরার উপকরণও মজুত ক্যারাভ্যানে৷
বেসরকারি পর্যটন সংস্থার কর্ণধার বিপ্লব দের কথায়, ‘‘প্রতিদিন দু’শো কিলোমিটার পর্যন্ত চলবে এটি৷ পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন জায়গা ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা৷ সোমবার থেকে এই ক্যারাভ্যান পর্যটকদের জন্য চালু হচ্ছে৷ একদিনে ভাড়া পড়বে দশ হাজার টাকা৷” সংস্থা সূত্রের খবর, নৌসেনার প্রাক্তন চার ইঞ্জিনিয়ার কলকাতায় এক বছর ধরে ক্যারাভ্যানটি তৈরি করেছেন৷ তাঁদের একজন জানান, “আয়ের একটা বড় অংশ শহিদ সেনা কর্মীদের পরিবারের সাহায্যে ব্যয় করা হবে৷”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy