Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গুরুঙ্গদের সতর্কবার্তা হাইকোর্টের

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ চিফ বিমল গুরুঙ্গ ও তাঁর স্ত্রী আশা গুরুঙ্গকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। মদন তামাঙ্গ হত্যা মামলায় অভিযুক্ত বিমলের আচরণ নিয়ে হাইকোর্টের বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চে একাধিকবার অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী ভারতী তামাঙ্গ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০২:১৭
Share: Save:

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ চিফ বিমল গুরুঙ্গ ও তাঁর স্ত্রী আশা গুরুঙ্গকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। মদন তামাঙ্গ হত্যা মামলায় অভিযুক্ত বিমলের আচরণ নিয়ে হাইকোর্টের বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চে একাধিকবার অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী ভারতী তামাঙ্গ। এমনকী, এও অভিযোগ জানিয়েছেন, মদন তামাঙ্গ হত্যা-কাণ্ডের সাক্ষীদের ভয় ও হুমকি দিচ্ছেন মোর্চা সভাপতি গুরুঙ্গ। যদিও সিবিআই আদালতে জানিয়েছে, ভারতীদেবী এমন অভিযোগ আদালতে করলেও, তাদের কাছে কোনও দিন করেননি। মঙ্গলবার বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ ভারতীদেবীকে নির্দেশ দিয়েছে, বিমলের আচরণ নিয়ে অভিযোগ থাকলে তিনি আদালতে জানাতে পারেন। একই সঙ্গে পুলিশকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে বিমল গুরুঙ্গ ও তাঁর স্ত্রীর আচরণে কারও মনে ভয়ের উদ্রেক হলে পুলিশ আইনমাফিক ব্যবস্থা নিতে পারে। ২০১০ সালের ২১ মে ক্লাবসাইড রোডে এক সভায় গোর্খা লিগের সভাপতি মদন তামাঙ্গকে কুপিয়ে খুন করা হয়। সেই খুনের মামলার তদন্ত সিআইডি হয়ে যায় সিবিআইয়ের হাতে। সিবিআই বিমল গুরুঙ্গ, রোশন গিরি-সহ মোর্চার সাত জন প্রথম সারির নেতার বিরুদ্ধেও চার্জশিট পেশ করে। সেই মামলায় গুরুঙ্গদের গ্রেফতারের দাবিতে সরব হন ভারতীদেবী। তা নিয়ে গুরুঙ্গেরা আগাম জামিনের আর্জি জানালে তা মঞ্জুর হয়। কিন্তু, ভারতী দেবী নানা সময়ে অভিযোগ করেন, মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ চিফ অবশ্য গোড়া থেকেই হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর দাবি, ‘‘আদালতের উপরে আমাদের আস্থা রয়েছে। আমরা অন্যায় কিছু করিনি তা প্রমাণিত হবে।’’

অন্য বিষয়গুলি:

calcutta high court warning bimal gurung
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE