Advertisement
২২ জানুয়ারি ২০২৫
BJP Leader Held

শব্দবাজি ‘মজুতে’ বিজেপি নেতা ধৃত

বিজেপির অভিযোগ, সাম্প্রতিক কালে নদী থেকে বালি-পাথর লুট, বেহাল ট্রাফিক ব্যবস্থা-সহ একাধিক বিষয়ে শাসক দল তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ০৯:২৪
Share: Save:

কালীপুজো এবং দীপাবলি উৎসবের আগে রাজ্য জুড়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। আর এ বার নিষিদ্ধ শব্দবাজি মজুত ও বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির এক কর্মী নিমাই দেবনাথকে। তা নিয়ে শাসকদল তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে বানারহাট ব্লকের গয়েরকাটা বাজার এলাকায় নিমাইয়ের দোকানে হানা দেয় বানারহাট থানার বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। অভিযোগ, সেখান থেকেই নিষিদ্ধ ২২ কিলোগ্রাম শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় নিমাইকে।

বিজেপির অভিযোগ, সাম্প্রতিক কালে নদী থেকে বালি-পাথর লুট, বেহাল ট্রাফিক ব্যবস্থা-সহ একাধিক বিষয়ে শাসক দল তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। মাদারিহাটের বিজেপি বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ টিগ্গা বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই মিথ্যে মামলায় ফাঁসানো এই রাজ্যে নতুন কিছু নয়। নিমাইবাবু আমাদের দলের একজন পুরনো কর্মী। চার দিকে চলা তৃণমূলের অরাজকতা ও দুর্নীতি নিয়ে তিনি মুখ খুলতেই পুলিশকে ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি করেছে তৃণমূল।’’

সাকোয়াঝোড়া এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মানসরঞ্জন ঠাকুর বলেন, ‘‘নিমাই দেবনাথ পুরনো রাজনীতিবিদ। ওঁর থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু উনি যে কাজ করছেন, তা দেখে যুবসমাজ কী শিখবে? বিজেপির এক নেতা বেআইনি জিনিসপত্র দোকানে মজুত করছেন। এখানে রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই, বেআইনি কাজ করলে পুলিশ ব্যবস্থা নেবেই।’’

বানারহাট থানার আইসি শান্তনু সরকার বলেন, ‘‘বুধবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে।’’

বিধায়কের আশ্বাস

শামুকতলা: আলিপুরদুয়ার ২ ব্লকের ধওলাবস্তিতে বুধবার আগুনে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। গত শনিবার রাতে ওই এলাকায় একটি বাড়ি আগুনে পুড়ে যায়। বিধায়ক এ দিন ওই পরিবারের সদস্যদের হাতে বেশ কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়াও ওই বাড়িতে থাকা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সমস্ত নথি পুড়ে যাওয়ার জন্য এ দিন ওই পরিবারের সদস্যদের পাশাপাশি ছাত্রের সঙ্গে দেখা করে সব রকম ভাবে পাশে থাকার
আশ্বাস দেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মণ।

নিজস্ব সংবাদদাতা

অন্য বিষয়গুলি:

Illegal Fireworks banarhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy