—ফাইল চিত্র।
সকাল থেকেই পথে নামবেন বন্ধ সমর্থকেরা। সকাল ৬টা থেকে সাড়ে ৬টা বাস চলাচল বন্ধ করতে জমায়েত হবেন তাঁরা। ফের অফিস খোলার সময়ে বের হবে মিছিল। কৃষকদের সমর্থনে ডাকা ভারত বন্ধ সফল করতে উত্তরবঙ্গের জন্য এমনই ছক কষেছেন বামকর্মীরা।
সোমবার মালদহ থেকে শুরু করে দুই দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারত বন্ধের সমর্থনে মিছিল, প্রচার করা হয়। মঙ্গলবার কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ভারত বন্ধ। তাতে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল।
এমনই পরিস্থিতিতে পুলিশের লাঠিচার্জে কর্মী মৃত্যুর অভিযোগে মঙ্গলবার উত্তরবঙ্গে বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
প্রস্তুতি নিয়েছে পুলিশ-প্রশাসনও। সকাল থেকে বাস চালানোর চেষ্টা করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কৃষকদের পাশে আমরা রয়েছি। বন্ধ সমর্থন করছি না। তবে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন চলবে।” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, “কৃষকদের জন্য লড়াই চলবে। আমাদের বন্ধ বিজেপি সরকারের বিরুদ্ধে।”
সোমবার বিকেলে মালদহের ইংরেজবাজার শহরের নেতাজি মোড় থেকে বামফ্রন্টের মিছিল বার হয়। মঙ্গলবার রাস্তায় নেমে বন্ধ সফল করা হবে বলে বাম নেতৃত্ব জানিয়েছেন। তৃণমূল রাস্তায় না নামলেও নৈতিক ভাবে বন্ধের সমর্থন জানিয়েছে। দলের মালদহ জেলার অন্যতম মুখপাত্র শুভময় বসু বলেন, ‘‘কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকেরা আওয়াজ তুলেছেন। সেই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। কিন্তু আমরা বন্ধ সমর্থন করি না। সে কারণে রাস্তায় নামছি না।" বন্ধে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মালদহের জেলা সদর ইংরেজবাজার শহর-সহ বিভিন্ন ব্লকে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "বন্ধ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’’
আলিপুরদুয়ারের চা বাগানে মঙ্গলবারের বন্ধের প্রভাবও কতটা পড়বে, তা নিয়ে সংশয়ে বাম-কংগ্রেসের নেতারা। চা বাগান তৃণমূল মজদুর ইউনিয়নের সহ-সভাপতি অসীম মজুমদার বলেন, ‘‘চা শ্রমিকরা নির্দিষ্ট ভাবে নিজেদের দাবিতে ডাকা বন্ধে সাধারণ ভাবে সামিল হয়ে থাকেন। মঙ্গলবারের বন্ধে চা শ্রমিকদের সামিল হওয়ার কোনও নির্দেশও আসেনি। তাই বাগান স্বাভাবিক থাকবে।” সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বন্ধ সফল করতে চা বাগানেও প্রচার চালানো হচ্ছে।”
এ দিন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ-সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বন্ধ সমর্থনে প্রচার চালায় বামেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy