Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সম্মুখ সমরে মোহন-দীপক

তবে পাশাপাশি থাকলেও দু’জনকে কুশল বিনিময় করতে দেখা যায়নি। আলিপুরদুয়ারের হেভিওয়েট প্রার্থী মোহনের বিরুদ্ধে তাঁরই পরিবারের লোক দাঁড়ানোয় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।

দুই-ভাই: মনোনয়ন দিতে দীপক, পিছনেই মোহন। নিজস্ব চিত্র

দুই-ভাই: মনোনয়ন দিতে দীপক, পিছনেই মোহন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৩:০৬
Share: Save:

জেলাপরিষদ আসনে সম্মুখ সমরে দুই ভাই। তৃণমূল জেলা সভাপতি মোহন শর্মার বিরুদ্ধে সোমবার মনোনয়ন জমা দেন বিজেপির জেলা সম্পাদক দীপক শর্মা। দীপক সম্পর্কে মোহনের পিসতুতো দাদা। সোমবার জেলাশাসকের দফতরে বেলা বারোটা নাগাদ মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী দীপক শর্মা। ঠিক সেই সময়ে পেছনে অন্য টেবিলে অপেক্ষা করছিলেন মোহন শর্মা। দীপক চলে যেতেই মনোনয়ন জমা দেন মোহন।

তবে পাশাপাশি থাকলেও দু’জনকে কুশল বিনিময় করতে দেখা যায়নি। আলিপুরদুয়ারের হেভিওয়েট প্রার্থী মোহনের বিরুদ্ধে তাঁরই পরিবারের লোক দাঁড়ানোয় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। তবে মোহন শর্মা বিষয়টিকে গুরুত্ব

দিতে নারাজ। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে জেলাপরিষদের ন’নম্বর আসন থেকে সোমবার পরের পর মনোনয়ন জমা দেন মোহন ও দীপক। এ দিন দীপক শর্মা মনোনয়ন জমা দিয়ে বের হবার পরেই মনোনয়ন জমা দেন তৃণমূলের জেলা সভাপতি।

আত্মবিশ্বাসে ভরপুর মোহন বলেন, ‘‘মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। জেলাপরিষদের আঠেরোটি আসনে আমরা জিতব। সাড়ে তিন বছর জেলাপরিষদ সামলেছি। দুর্নীতির অভিযোগ নেই।’’

তৃণমূলের এক নেতা বলেন, ‘‘বিজেপির কিছুই নেই। সে জন্য প্রার্থী খুঁজে না পেয়ে মোহনের বিরুদ্ধে ওর এক আত্মীয়কে দাঁড় করিয়েছে। ওরা জানে জিততে পারবে না।’’ দীপক শর্মা এ দিন জানান, পরিবারিক বিষয় কিছু বলব না। মোহন আমার মামতো ভাই হয়। আমাকে দল দাঁড়াতে বলায় আমি দাঁড়িয়েছি। আমি মোহনের বিরুদ্ধে দাঁড়াইনি। দাঁড়িয়েছি তৃণমূলের বিরুদ্ধে।’’

বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার কথায়, ‘‘এটা কলিযুগের মহাভারতের লড়াই। মহাভারতেও ন্যায়ের জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছিল।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE