সৌহার্দ্য: আলিপুরদুয়ার ২ ব্লকে এমনই শান্তির মেজাজ। নিজস্ব চিত্র
পঞ্চায়েত ভোটের মনোনয়ন তোলা ও জমা দেওয়ার কাজ শুরু হতেই ক্ষমতাশীল দলের বিরুদ্ধে সন্ত্রাস, মনোনয়নে বাধা দেওয়ার মতো বিরোধীদের নানা অভিযোগে রাজ্য রাজনীতি রীতিমত উত্তপ্ত। ঠিক সেই সময় আলিপুরদুয়ার ২ ব্লকের বিডিও অফিসে রীতিমতো সৌহার্দ্যের ছবি।
মনোনয়ন জমা দিতে এসে বিজেপি ও তৃণমূলের নেতাদের শুভেচ্ছা বিনিময়, এমনকী, এক সঙ্গে বসে আড্ডার ছবিও দেখা গেল।
শুক্রবার সকাল থেকে এমন টুকরো টুকরো অনেক ছবি দেখা গেল এই ব্লকে। তৃণমূল নেতা বাপি দাসের সঙ্গে সিপিএম নেতা অসীম সরকারের দেখা হতেই দু’জনে শুভেচ্ছা বিনিময় করলেন। চা-ও খেলেন এক সঙ্গে। বিজেপির আলিপুরদুরার ২ ব্লক সভাপতি জেলা কমিটির সদস্য গুণধর দাস, তৃণমূলের আলিপুরদুয়ার ২ ব্লকের দুই পর্যবেক্ষক দীপ্ত চট্টোপাধ্যায় এবং বাপ্পা মজুমদারকে বেশ কিছু ক্ষণ বসে আড্ডা দিতে দেখা গেল।
দু’জনেই দু’জনকে জিজ্ঞাসা করেন, কেমন আছেন? শরীর ভাল তো? ভাল থাকবেন।
গুণধরবাবুর কথায়, ‘‘এটাই তো সারা রাজ্যের ছবি হওয়া উচিত। রাজনৈতিক মতাদর্শ আলাদা কিন্তু দীপ্তবাবু এবং বাপ্পাবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। এই সম্পর্ক তো অস্বীকার করতে পারি না। তাই দেখা হতেই কুশল বিনিময় হল। ব্যক্তিগত খোঁজ খবর বিনিময়।’’ তাঁর কথায়, ‘‘রাজনীতির ময়দানে লড়াই হোক। কিন্তু সম্পর্কগুলো এমন সুন্দর হোক। সুস্থ রাজনীতির বাতাবরণ তৈরি হোক।’’
তৃণমূলের নেতা দীপ্ত চট্টোপাধ্যায় এবং বাপ্পা মজুমদার বলেন, ‘‘আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। গুণধরবাবু আলাদা মতাদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো তো আর মূল্যহীন হয়ে যায়নি। তাঁর সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করি। সেটা আজ বাদ যাবে কেন?’’ দীপ্ত বলেন, এখনও পর্যন্ত বিরোধীরাই বেশি মনোনয়ন জমা দিয়েছেন। তাই তৃণমূলের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy