Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Alipurduar Mahila Mahavidlaya

ডনের দেশের ভাষা স্প্যানিশের পাঠ আলিপুরদুয়ারে

স্প্যানিশ ভাষায় চারশো বছরেরও বেশি সময় আগে রচিত হয়েছিল উপন্যাস ‘দ্য ইনজেনিয়াস নোবল ম্যান স্যর কিহোতে অব লা মানচা’।

পার্থ চক্রবর্তী
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৫:৪৪
Share: Save:

‘ব্যুয়েন দিয়া। কোমো এসতাস। এস্তোয় অ্যাপ্রেদিএনদো এসপানল আহোরা। দেনত্র দে উনস দিয়া দমেনেয়ার এসতে নুয়েভো ইদিওমা এক্সত্রানজেরো’।

বাংলা-প্রধান আলিপুরদুয়ারে এমন ভাষায় কাউকে হঠাৎ কথা বলতে দেখলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তবে কিছু দিন পরে অবশ্য অবাক হওয়ার আর কিছু থাকবে না। আসলে এটি স্প্যানিশ ভাষা। যে ভাষার উপরোক্ত বাক্যগুলির বাংলা অর্থ- ‘সুপ্রভাত। কেমন আছেন? আমি এখন স্প্যানিশ ভাষা শিখছি। কিছু দিনের মধ্যেই নতুন এই বিদেশি ভাষায় আমিও সড়গড় হয়ে উঠব’।

স্প্যানিশ ভাষায় চারশো বছরেরও বেশি সময় আগে রচিত হয়েছিল উপন্যাস ‘দ্য ইনজেনিয়াস নোবল ম্যান স্যর কিহোতে অব লা মানচা’। সংক্ষেপে ‘ডন কিহোতে’ (স্প্যানিশে অবশ্য দন কিহোতে)। এত বছর পরেও পৃথিবীব্যাপী সাহিত্য রসিকদের কাছে সেই উপন্যাসের আবেদন এতটুকু কমেনি। আপাত বিকট এবং উদ্ভট কার্যকলাপের আড়ালে অস্তিত্বের গভীর গোপন অভিসন্ধি, অন্তর্ঘাতী চেতনা, পালটে দেওয়ার স্বপ্ন, লড়াকুঅভিযানে, ভাবনায় বিপ্লবী বিস্ফোরণ ইত্যাদি আজও পণ্ডিতদের চর্চার বিষয়। এ বার সেই স্প্যানিশ ভাষার স্বাদ পাবে আলিপুরদুয়ার। ফেব্রুয়ারি মাস থেকে স্প্যানিশ থেকে বাংলায় ও বাংলা থেকে স্প্যানিশ ভাষায় অনুবাদের উপর ‘কোর্স’ শুরু হচ্ছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে। যা জেলার কোনও কলেজে এই ‘প্রথম’। কোর্সের নাম ‘স্প্যানিশ ট্রান্সলেশন’। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘‘ছয় মাসের কোর্সে প্রথম তিন মাস স্প্যানিশ ভাষা শেখানো হবে। পরের তিন মাসে জোর দেওয়া হবে অনুবাদে।’’ আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় সূত্রে খবর, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে কোর্সটির পাঠদান শুরু হবে।

হঠাৎ আলিপুরদুয়ারের মতো প্রত্যন্ত এলাকার একটি কলেজে এমন কোর্স চালু করা কেন?

আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, ‘‘এই মুহূর্তে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা হল স্প্যানিশ। ৫৫ কোটির বেশি মানুষ এই ভাষা জানেন বা এই ভাষায় কথা বলেন। তা ছাড়া বিদেশি ভাষা শিখলে এবং জানা থাকলে কাজের নানা সুযোগ থাকে। সেই সব মাথায় রেখে আমাদের কলেজে এই কোর্সটা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।’’

আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক তন্দ্রিমা নন্দী মিত্র এই কোর্সের মূল দায়িত্বে থাকবেন। সেই সঙ্গে স্প্যানিশ যাঁদের মাতৃভাষা, তেমন কেউ কেউ সাম্মানিক শিক্ষক হিসাবে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে এসে ক্লাস নেবেন।

তন্দ্রিমা বলেন, ‘‘বড় বড় শহরের ছেলেমেয়েরা এখন নানা বিদেশি ভাষা শিখছেন। সেই ভাষা শিখে অনেকে সাবলম্বী হচ্ছেন। রাজ্যের প্রত্যন্ত একটি এলাকায় তেমনই একটি ভাষা শেখার সুযোগ করে দিচ্ছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়। আজকের সময়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা আরও বেশি করে বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ দেখাবেন বলে আশা তাঁর।

অন্য বিষয়গুলি:

Spanish Language Course
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy