দুধ ও ডিম চুরির অভিযোগে ন’বছরের এক বালককে বাতিস্তম্ভে বেঁধে রাখার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে৷ শুক্রবার দুপুরে জলপাইগুড়ির তেলিপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পথচারীরাই শেষ পর্যন্ত ওই শিশুটিকে উদ্ধার করে৷ থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ জমা না পড়লেও, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে তেলিপাড়া এলাকার ওই দোকানটিতে আচমকাই চিৎকার চেঁচামেচি শুনতে পান পথচারীরা৷ খানিক ক্ষণের মধ্যেই তারা দেখতে পান, দোকানটির মালিক নয় বছরের ওই শিশুটিকে ধরে নিয়ে বাতিস্তম্ভের কাছে নিয়ে যাচ্ছে৷ এরপরই ওই শিশুটিকে বাতিস্তম্ভের সঙ্গে বেঁধে ফেলেন তিনি৷ পথচারীরা জানতে চাইলে দোকানদার জানান, ওই শিশুটি তার এক সঙ্গীকে নিয়ে তার দোকান থেকে ডিম ও দুধের প্যাকেট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে৷ সঙ্গী পালিয়ে গেলেও, বিকি দাস নামের ওই শিশুটি ধরা পড়ে যায়৷ এলাকার মানুষই তারপরে তাকে উদ্ধার করে।
বিকার দাবি, ‘‘আমি দোকানে চুরি করতে যাইনি৷ তবু লোকটি আমায় চোর বলে চেচিয়ে উঠে বাতিস্তম্ভে বেধে রাখল৷’’ কোতওয়ালি থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের না করলেও স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করতে চলেছেন তাঁরা৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy