Advertisement
০২ নভেম্বর ২০২৪
Alipurduar

নিরাপত্তা দিতে ভিড়ে ‘লুকিয়ে’ বারো কন্যা

জেলা পুলিশের এক কর্তা বলেন, এই বারো মহিলা পুলিশ কর্মীকে এখনও পর্যন্ত ‘অ্যাকশন’ করতে হয়নি ঠিকই, কিন্তু এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর৷ অতীত-অভিজ্ঞতা সেটাই বলে।

ফ্রেমবন্দি: রং হচ্ছে মূর্তি। ধরে রাখা সেই স্মৃতিও। ছবি: সন্দীপ পাল

ফ্রেমবন্দি: রং হচ্ছে মূর্তি। ধরে রাখা সেই স্মৃতিও। ছবি: সন্দীপ পাল

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৬:৩৪
Share: Save:

বারো কন্যা৷ এক ঝলকে দেখে কিছু বোঝার উপায় নেই৷ তবে একসঙ্গে একাধিক দুষ্কৃতীকে বাগে আনা তাঁদের কাছে কয়েক মুহূর্তের খেলা৷

দেবীপক্ষে এই বারো কন্যাই আলিপুরদুয়ার শহরের মহিলাদের নিরাপত্তায় সবচেয়ে বেশি ভরসা পুলিশ কর্তাদের কাছে৷ তাঁদের প্রত্যেকেই রাজ্য পুলিশেরই মহিলা কনস্টেবল৷ পুজোয় মহিলাদের নিরাপত্তার জন্য প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সাধারণ পোশাকে মানুষের ভিড় মিশে থাকছেন তাঁরা৷ সেই ভিড়ে মিশেই কোনও মহিলার কেউ অশালীন আচরণ করতে যাচ্ছেন কি না তা নজর রাখছেন৷

আলিপুরদুয়ারে এখন বেলা থেকেই পুজোর বাজারে বাড়তে থাকে ভিড়৷ বিকেল গড়িয়ে সন্ধ্যায় সেই ভিড় আরও কয়েকগুণ বেড়ে যাচ্ছে৷ অনেক রাত পর্যন্তও বাজারে ক্রেতাদের দেখা যাচ্ছে৷ এই অবস্থায় ভিড়ে ঠাসা বাজারে মহিলাদের নিরাপত্তার জন্যই ওই বারোজন মহিলা পুলিশ কর্মীকে প্রতিদিন সাদা পোশাকে মোতায়েন করা হচ্ছে৷ আলিপুরদুয়ার থানার আইসি জয়দেব ঘোষ জানান, “বিকেল থেকে রাত পর্যন্ত ভিড়ের মধ্যেই নজরদারি চালাচ্ছেন ওই বারো মহিলা পুলিশ কর্মী৷”

পুলিশ সূত্রের খবর, তাঁদের সঙ্গে ন’জন করে আধিকারিকের নেতৃত্বে উর্দিধারী পুলিশ কর্মীরাও থাকছেন৷ কারও কারও দায়িত্ব থাকছে সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা৷ যাতে করে ওই মহিলা পুলিশ কর্মীরা কাউকে ধরে ফেললে উর্দিধারীরাও দ্রুত সেখানে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তকে ধরে ফেলতে পারেন৷

জেলা পুলিশের এক কর্তা বলেন, এই বারো মহিলা পুলিশ কর্মীকে এখনও পর্যন্ত ‘অ্যাকশন’ করতে হয়নি ঠিকই, কিন্তু এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর৷ অতীত-অভিজ্ঞতা সেটাই বলে। তাই শুধু পুজোর বাজারেই নয়, পুজোর চারদিন ভিড়ে ঠাসা বিভিন্ন মণ্ডপেও এ ধরনের নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছেন তাঁরা৷ সেখানে থাকবেন সাদা পোশাকের পুরুষ কর্মীরা।

অন্য বিষয়গুলি:

Alipurduar Police Woman Police Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE