Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আজ মালখান ফের আদালতে

কেএলও-র অন্যতম শীর্ষ নেতা মাধব মণ্ডল ওরফে মালখান সিংহকে এক দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল মালদহ জেলা আদালত। মালদহের বামনগোলা থেকে গত ১২ এপ্রিল রাতে গ্রেফতারের পর তাকে পর দিন আদালতে তোলা হলে ১৪ দিন পুলিশ হেফাজতে পাঠাতে নির্দেশ দেয় আদালত।

মালদহ আদালতে মালখান সিংহ। ছবি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়।

মালদহ আদালতে মালখান সিংহ। ছবি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০১:৪৮
Share: Save:

কেএলও-র অন্যতম শীর্ষ নেতা মাধব মণ্ডল ওরফে মালখান সিংহকে এক দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল মালদহ জেলা আদালত। মালদহের বামনগোলা থেকে গত ১২ এপ্রিল রাতে গ্রেফতারের পর তাকে পর দিন আদালতে তোলা হলে ১৪ দিন পুলিশ হেফাজতে পাঠাতে নির্দেশ দেয় আদালত। রবিবার আদালতে তোলা হলে তাকে অন্য এক মামলায় জেল হেফাজতের নির্দেশ দেন মালদহ আদালতের ভারপ্রাপ্ত সিজিএম অমিতাভ দাস। পুলিশ জানিয়েছে, এ দিন তাকে ২০১৩ সালের একটি পৃথক অস্ত্র মামলায় অভিযুক্ত করে আদালতে তোলা হয়েছিল। আজ সোমবার আদালতে তোলা হলে ফের মালখান সিংহকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। এ দিন আদালত চত্বরে দাঁড়িয়ে কেএলওর অন্যতম শীর্ষ নেতা মালখান জানান, রাজ্য সরকার চাইলে তাদের শীর্ষ নেতৃত্বকে নিয়ে তারা আলোচনায় বসতে আগ্রহী। মালখান বলেন, “এটা রাজনৈতিক সমস্যা। রাজ্য সরকার ইচ্ছে করলেই আলোচনার মাধ্যমে তার সমাধান হয়ে যাবে। আলোচনা হলে সেখানে শীর্ষ নেতা জীবন সিংহকেও নিয়ে আসতে পারব। সরকার আলোচনায় ডাকলে দলের সবাই চলে আসবে।” জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “সাংবাদিকদের কাছেই এটা শুনলাম। এ রকম কিছু আমাদের জানা নেই।”

অন্য বিষয়গুলি:

malkhan singh klo madhab mondal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE