Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
West Bengal

News of the day: রাজ্যে উপনির্বাচন, বিশ্বভারতী এবং ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, কী কী নজরে থাকবে আজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব, আফগানিস্তানের পরিস্থিতি, তালিবান সরকার গঠন ইত্যাদি বিষয়গুলিও বৃহস্পতিবার নজরে থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৬
Share: Save:

পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন হতে পারে। বুধবার নির্বাচন কমিশনের বৈঠকের পর তেমনটাই মনে করছে বিভিন্ন মহল। উপনির্বাচন নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গেও বৈঠক করেন কমিশনের কর্তারা। সেখানে এখনই নির্বাচনের পক্ষে মত দেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সব মিলিয়ে ভোট নিয়ে বুধবার দফায় দফায় কমিশনের বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে রাজ্যের শাসকদল। যদি পুজোর আগে রাজ্যে উপনির্বাচন করতে হয়, সে ক্ষেত্রে আগামী কয়েক দিনের মধ্যেই ভোটের দিন ঘোষণা করতে হবে কমিশনকে। বৃহস্পতিবার এই দিকে বিশেষ ভাবে নজর থাকবে।

অন্য দিকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলন ঘিরে কার্যত অচলাবস্থা অব্যাহত। উপাচার্যের বাসভবন অবরোধ করে চলছে বিক্ষোভ। এসএফআই-সহ একাধিক ছাত্র সংগঠন ওই আন্দোলনে ধীরে ধীরে যোগ দিচ্ছে। বৃহস্পতিবার ওই আন্দোলনে যোগ দিতে পারে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। আগেই নিরাপত্তার অভাব বোধ করে পুলিশি সুরক্ষা নিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্বভারতীতে। দ্রুত যাতে স্বাভাবিক ছন্দে ফেরা যায়, তার জন্য বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্বভারতীর পরিস্থিতির দিকেও নজর থাকবে।

আমেরিকা দীর্ঘ দু’দশক পর আফগানিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গেই সেখানে নতুন সরকার গঠন নিয়ে তৎপর তালিবান নেতৃত্ব। তার মাঝেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে তালিবানের গোষ্ঠী বিরোধ প্রকাশ্যে চলে এল। সংবাদ সংস্থা সূত্রে খবর, মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আফগানিস্তানের গোটা পরিস্থিতি এবং তালিবানের নেতৃত্বের সরকার গঠন প্রক্রিয়া কোন দিকে গড়ায়, সে দিকেও নজর থাকবে আজ।

নজর থাকবে খেলার দিকেও। আজ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ। আগের ম্যাচে কোহলী বাহিনীকে ইনিংসে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে রুটরা। ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ জিততে হলে এই ম্যাচ ভারতকে জিততেই হবে। পাশাপাশি প্যারালিম্পিক্সেও বিশেষ নজর থাকবে।

গত ২৮ অগস্ট কয়লা পাচার-কাণ্ডে নোটিস পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পত্নী রুজিরাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার অভিষেককে ডেকেছে কেন্দ্রীয় সংস্থা। তার আগে বুধবার বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি-র মুখোমুখি হওয়ার আগে বৃহস্পতিবার রাজধানীতে অভিষেক কোনও বার্তা দেন কি না, তা-ও নজরে থাকবে আজ। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের দুপুর ৩টের সময় নবান্ন সভাঘরে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সে দিকেও।

অন্য বিষয়গুলি:

West Bengal West Bengal By-Poll India England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy