ফাইল ছবি।
কাজী নজরুল ইসলামকে নিয়ে আন্তর্জাতিক কংগ্রেস, প্রথমবার। বিশ্বের দরবারে বিদ্রোহী কবিকে আরও একবার নিয়ে এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টার ফল সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ। ২৭ থেকে ২৯ ডিসেম্বর আয়োজিত হল প্রথম নজরুল কনফারেন্স। অংশ নিলেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট চিন্তক। ভারত-বাংলাদেশ ১১টি দেশ থেকে অংশগ্রহণকারীরা ওয়েবিনারে অংশ নিলেন। আমন্ত্রিত বক্তা ছিলেন ১৯জন, ছিলেন ১৭ জন শিল্পীও।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত নিয়মিত নজরুল সেন্টার ফল সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের পক্ষ থেকে মাঝেমধ্যেই আলোচনা সভা, অনুষ্ঠান হয়। যেহেতু কোভিড পরবর্তীকালে গবেষণার একটা বড় অংশ বন্ধ হয়ে আছে, সেই কারণেই এই ওয়েবিনারের পরিকল্পনা।
এই আলোচনায় উঠে এসেছে নজরুলের জীবন ও কাজের নানা দিক। বিশ্বের গবেষকরা কী ভাবে নজরুলকে দেখেছেন, সেটা যেমন ভাগ করে নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের আলোচনায়। তেমনই গানে, কবিতায় নজরুলের রচনার প্রাসঙ্গিকতা উঠে এসেছে বারবার।
দক্ষিণ আফ্রিকার আলোচক দিলীপ মেনন, লন্ডনের অনন্যা জাহানারা কবীর, কানাডার নীলেশ বসু, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের র্যাচেল ম্যাকডারমটদের আলোচনায় উঠে এসেছে বর্তমান প্রেক্ষিতে নজরুলের প্রাসঙ্গিকতার কথা। দেশ-বিদেশের রাজনৈতিক পালাবদল, ঘটনা পরম্পরার মধ্যে নজরুলের ভাষ্য কী ভাবে জরুরি হয়ে উঠছে ক্রমে, নজরুল বাঙালি কবি, সঙ্গীতকার, হিসাবে কী ভাবে ক্রমে আঞ্চলিকতার বেড়াজাল ভেঙে আন্তর্জাতিকতায় পৌঁছেছেন, সেই সুরটাই ধরা পড়ল এই অনুষ্ঠানে। গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে উপাচার্য সাধন চক্রবর্তীর পর্যবেক্ষণে।
অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের অধিকর্তা স্বাতী গুহ ও অধ্যাপক অনিন্দ্যশেখর পুরকায়স্থ। পরবর্তী পরিকল্পনার কথা জানালেন স্বাতী গুহ। তাঁর কথায়, ‘‘১৯২১ সালে নজরুল লিখেছিলেন ‘বিদ্রোহী’ কবিতাটি। সেই কবিতার ১০০ বছর হচ্ছে। বাংলা কবিতার ইতিহাসে মোড় ঘোরানো সেই কবিতাকে উদযাপন করা হবে এরপর। মোট ভারতীয় ১০০ ভাষায় এই কবিতা অনূবাদ করার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একই সময়ে, অর্থাৎ ১৯২১ সালে লেখা হয়েছিল ওয়েস্টল্যান্ড, লিখেছিলেন টিএস এলিয়ট। ২০২১ সালের সারা বছর ধরে ভাষায় লেখা এই দুই মোড় ঘোরানো কবিতা নিয়ে কাজ করবেন গবেষকরা। ওয়েবিনারের মাধ্যমে যুক্ত হবে দুই প্রান্তের দুই যুগন্ধর কবি।’’
আরও পড়ুন: মমতা-সরকারের প্রতি অনাস্থায় বিজেপি-ছুঁতমার্গ নেই বাম-কংগ্রেসের
আরও পড়ুন: চূড়ান্ত নাটক! মঞ্চে উঠেও গেরুয়া পতাকা নিলেন না কেঁদে ভাসানো সেই নেতা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy