Advertisement
০৪ নভেম্বর ২০২৪

নগ্ন তল্লাশির তদন্তে জাতীয় মহিলা কমিশন

জেল হেফাজতে থাকাকালীন আলিপুর মহিলা সংশোধনাগারে যে ভাবে এসএফআইয়ের চার মহিলা কর্মীকে নগ্ন করে তল্লাশি চালানো হয়েছে, সেই ঘটনার বিচার চাইতে জাতীয় স্তরেও উদ্যোগী হল সিপিএম।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০২:৫৯
Share: Save:

জেল হেফাজতে থাকাকালীন আলিপুর মহিলা সংশোধনাগারে যে ভাবে এসএফআইয়ের চার মহিলা কর্মীকে নগ্ন করে তল্লাশি চালানো হয়েছে, সেই ঘটনার বিচার চাইতে জাতীয় স্তরেও উদ্যোগী হল সিপিএম। দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের নেতৃত্বে সিপিএমের মহিলা সমিতির তিন জনের একটি প্রতিনিধিদল শুক্রবার জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হল। কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম এ দিন বৃন্দাদের জানিয়েছেন, তাঁরা জেলের মধ্যে ওই আচরণের অনুসন্ধান করবেন। কমিশনের একটি দল শীঘ্রই কলকাতা যাবে অনুসন্ধানে।

মহিলা কমিশনের কাছে বৃন্দাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক জন মহিলা হওয়া সত্ত্বেও সে রাজ্যে মহিলাদের কোনও সম্মান নেই। আলিপুর মহিলা সংশোধনাগারের ঘটনা তার আরও উজ্জ্বল প্রমাণ। টেট-দুর্নীতির প্রতিবাদে মিছিল করতে গিয়ে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁরা সকলেই রাজনৈতিক বন্দি। তার পরেও এসএফআইয়ের মহিলা কর্মীদের প্রতি এমন আচরণ কী ভাবে হয়, সেই প্রশ্ন তুলেছেন বৃন্দা। মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতার সঙ্গে ফোনে এসএফআইয়ের রাজ্য সভানেত্রী মধুজা সেনরায়ের কথাও বলিয়ে দিয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে বৃন্দা দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং জাতীয় মানবাধিকার কমিশনেও।

কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এ দিন বলেছেন, ‘‘তল্লাশির নামে আমাদের ছাত্রী কমরেডদের সঙ্গে জেলের মধ্যে যে আদিম ও বর্বর আচরণ করা হয়েছে, তাকে ধিক্কার জানানোর কোনও ভাষা নেই!’’ সর্বত্র ওই ঘটনার প্রতিবাদে কর্মসূচি নেওয়ার ডাক দিয়েছেন সূর্যবাবু। ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতি আজ, শনিবার যৌথ বিক্ষোভ মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। তার আগেই এ দিন বাম শরিক ফরওয়ার্ড ব্লক উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে পথ অবরোধ করেছে। দলের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এখানে কি তালিবানি শাসন চলছে? এ সব মানব না। রাস্তায় দাঁড়িয়ে মার খেতে আমরা প্রস্তুত!’’

অন্য বিষয়গুলি:

National Women's Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE