ঠাকুরনগরে মতুয়া সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য টুইটার।
ঠাকুরনগরে মতুয়াদের সভাতেও রাজনীতি এড়িয়ে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, নির্বাচনকে সামনে রেখে সরাসরি আঙুল তুললেন মমতার দিকে। বললেন, “এই সভার ভিড় দেখেই বুঝতে পারছি, দিদি কেন হিংসার রাস্তা নিয়েছেন।” আরও বলেন, “বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে আর সিন্ডিকেট ট্যাক্স লাগবে না।”
শুক্রবার পেশ করা অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসার পাশাপাশি কংগ্রেসের কৃষিনীতিকেও আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর দশকের পর দশক ধরে কংগ্রেস এ দেশে কিছুই করেনি বলে অভিযোগ নরেন্দ্র মোদীর।
সভায় বক্তৃতা দেওয়ার আগে, বড়মার বাড়ি গিয়ে দেখা করেন মোদী। মোদীর সভাকে ঘিরে এ দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চে বক্তৃতা দিতে উঠতেই ‘মোদী...মোদী’ স্লোগান দিতে থাকেন সভায় আসা মানুষজন। মোদী সবেমাত্র সুর চড়িয়েছেন, সেই সময়ই হুড়োহুড়ি পড়ে যায়। মঞ্চ থেকেই মোদী সবাইকে শান্ত হয়ে বসতে বলেন। কিন্তু তার পরেও একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে বেশ কয়েক জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। দ্রুত বক্তৃতা শেষ করে দেন নরেন্দ্র মোদী।
ঠাকুরনগরে সভা শেষ করেই দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন মোদী।
কী বললেন মোদী
• কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস।
• নির্দোষ লোককে হত্যা করা হচ্ছে এ রাজ্যে।
• বিজেপি এলে সিন্ডিকেট ট্যাক্স লাগবে না।
• শেষ হবে দালাল-রাজ
• ভিড় দেখেই বুঝতে পারছি দিদি কেন হিংসার রাস্তায়, মতুয়া সভায় বললেন মোদী
• কেন্দ্রের বর্তমান সরকার কৃষকদরদী।
• স্বাধীনতার পরেও অবহেলিত ছিল গ্রাম, যতটা নজর দেওয়া দরকার ছিল তা দেওয়া হয়নি।
• বড়মা আর হরিচাঁদ ঠাকুরের এই জায়গায় এসে আমি গর্ব অনুভব করছি।
• বাংলার মাটি মনীষীদের স্নেহধন্য
• ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি। এই মাটি ঠাকুর গুরুচাঁদের মাটি। এই মাটি সাহিত্যিক বিভূতিভূষণের মাটি। এই মাটিকে আমার প্রণাম: নরেন্দ্র মোদী
১২.২০: সভাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী।
১২.১৭: বড়মার সঙ্গে দেখা করলেন মোদী।
১২.১৫: ঠাকুরনগরের নাটমন্দিরে পুজো দিলেন মোদী।
১২.১০: হেলিকপ্টার থেকে নেমেই বড়মার বাড়িতে গেলেন মোদী।
১২.০২: ঠাকুরনগরে পৌঁছতেই ‘মোদী...মোদী’ স্লোগান দিতে শুরু করেন সমর্থকরা।
১১.৫৯: বায়ুসেনার চপারে চেপে ঠাকুরনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী।
১১.৪৫: দমদম বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy