Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মার্শাল আর্টের কর্মশালা

পরপর তিন দিন বেলডাঙা শহরের গন্ধেশ্বরী প্রেক্ষাগৃহে তরুণীদের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ১৪ জন যুবতীকে প্রতিদিন ৮ ঘণ্টার ট্রেনিং দেন জিট-কুন-ডু ফেডারেশনের রাজ্য সভাপতি রাজেশ হাজরা। পুজোর সময় রাস্তায় ভিড় থাকে। সেই সময় তো বটেই অন্য সময়েও মেয়েদের ছোটখাটো নানা হেনস্থার শিকার হতে হয়।

মার্শাল আর্টের কর্মশালা। বেলডাঙায়।

মার্শাল আর্টের কর্মশালা। বেলডাঙায়।

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০১:০৫
Share: Save:

পরপর তিন দিন বেলডাঙা শহরের গন্ধেশ্বরী প্রেক্ষাগৃহে তরুণীদের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ১৪ জন যুবতীকে প্রতিদিন ৮ ঘণ্টার ট্রেনিং দেন জিট-কুন-ডু ফেডারেশনের রাজ্য সভাপতি রাজেশ হাজরা। পুজোর সময় রাস্তায় ভিড় থাকে। সেই সময় তো বটেই অন্য সময়েও মেয়েদের ছোটখাটো নানা হেনস্থার শিকার হতে হয়। সে কথা মাথায় রেখেই এই বিশেষ প্রশিক্ষণ বলে জানান রাজেশবাবু। তিনি বলেন, ‘‘পুজোর সময় ভিড়ের মধ্যে কেউ অস্ত্র দিয়ে আঘাত করলেও তা প্রতিরোধ করতে পারবেন প্রশিক্ষিত এই মহিলারা।’’স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়েরা।

অন্য বিষয়গুলি:

work shop marshal art
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE