মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুরের ‘অশান্ত’ এলাকাগুলিতে গেলেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবারের পর বুধবার দুপুর থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায়। তার মধ্যে রয়েছে জঙ্গিপুর। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তৃণমূল বিধায়ক জাকির। কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করেন তিনি। জাকিরের কথায়, ‘‘মন্দির, মসজিদ ভাঙা হলে আন্দোলন হবে। তেমনই ওয়াকফ নিয়েও আন্দোলন হবে। দল (তৃণমূল) আছে। আমরা আছি। সকলকে অনুরোধ জানাচ্ছি, কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন।’’
ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় জায়গায় জায়গায় বিক্ষোভ করছেন সংখ্যালঘুরা। মঙ্গলবার বিকেলে জঙ্গিপুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তার পর বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করে প্রশাসন। কিন্তু বুধবার বেলা থেকে আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। তা জানতে পেরে জাকিরকে এলাকায় গিয়ে শান্তি ফেরাতে পদক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশমাফিক স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন জাকির। সকলের সঙ্গে কথাবার্তার পর বিধায়ক বলেন, ‘‘আমরা প্রতিবাদ করব। মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন। আমরা আছি। কোনও দরকার হলে আমাকে বলুন। কিন্তু প্ররোচনায় পা দেবেন না।’’
অন্য দিকে, মুর্শিদাবাদের এসপি ও ডিআইজি পদাধিকারীদের নেতৃত্বে রঘুনাথগঞ্জ শহর এলাকা এবং বীরভূম-ওমরপুর সড়কে টহল দেয় পুলিশবাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেছে পুলিশ। এখন মুর্শিদাবাদ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে পুলিশ ও প্রশাসন।
আরও পড়ুন:
ওয়াকফ বিল (সংশোধনী) সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার পরে গত শুক্রবার কলকাতার পার্ক সার্কাসে প্রতিবাদ করেছিল একাধিক মুসলিম সংগঠন। ক্রমে সেই আঁচ ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও। এই পরিস্থিতিতেই বুধবার নেতাজি ইন্ডোরের একটি সভা থেকে ওয়াকফ নিয়ে বাংলার সংখ্যালঘুদের আশ্বস্ত করতে চান মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘‘আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে।’’
- সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে।
- মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্তে বুধবার ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ।
-
মুর্শিদাবাদ: অশান্তি নিয়ে মামলা প্রত্যাহার করতে নির্দেশ সুপ্রিম কোর্টের! আইনজীবীকেও ধমক: আরও পড়াশোনা করুন
-
মুর্শিদাবাদে গোলমালের ঘটনার জের! কলকাতা পুরসভার পানীয় জলপ্রকল্প সম্প্রসারণের কাজে ধাক্কা লেগেছে শ্রমিক সঙ্কটের
-
মুর্শিদাবাদে গোলমালের ঘটনায় সাংগঠনিক তদন্ত শুরু করল তৃণমূল, প্রতিনিধিদল পাঠিয়ে শান্তি ফেরানোর চেষ্টায় শাসক
-
‘সব হারিয়ে গেল’! রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদে নিহত বৃদ্ধের স্ত্রী, পুলিশকে ঘিরেও বিক্ষোভ
-
একই দিনে মালদহে রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন! ধুলিয়ানে শান্তি বৈঠকে কাটল তাল