মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। বিচারপতিদের মন্তব্য, ওই আইনজীবীর আরও পড়াশোনা করার প্রয়োজন রয়েছে।
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয়েছে সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। তিনি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্ত করুক। সেই মামলা নিয়েই সোমবার একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, ‘‘কোন তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছে?’’
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ জানায়, মামলাটির কোনও সারবত্তা নেই। বিচারপতি কান্তের পর্যবেক্ষণ, এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই। এর পরেই মামলাকারী আইনজীবীকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। তবে ভুল সংশোধন করে নতুন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতিরা।
সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকদের সমস্যা নিয়ে মামলা শুনতে অসুবিধা নেই। কিন্তু এই মামলাটি শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে করা হয়েছে। মামলা দায়েরের পদ্ধতি সঠিক নয়। আদালতের প্রশ্ন, কারা অত্যাচারিত? ঘরছাড়াদের নামের তালিকা কোথায়? মামলায় তথ্য এবং আইনি দিক থাকা উচিত ছিল বলে মত বিচারপতিদের।
- সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে।
- মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্তে বুধবার ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ।
-
মানবাধিকার কমিশনের সামনে নয়, মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে ধর্নার জায়গা বদল করল হাই কোর্ট
-
‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’কে বলব, অশান্তি না-বাধিয়ে সীমান্তে নজর দিন, মমতার নিশানা কি শাহের দিকে?
-
‘মুর্শিদাবাদে ছক কষে অশান্তি, নেপথ্যে দু’-তিন জন’! শীঘ্রই সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
-
অশান্তির পর মুর্শিদাবাদ সফর থেকে ফিরেই কেন্দ্রকে রিপোর্ট: রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গও উল্লেখ করেন রাজ্যপাল বোস
-
আগামী ৫ মে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, মমতার কাছে ‘বিশেষ’ প্যাকেজের প্রত্যাশা করছেন ওয়াকফ আঁচে আক্রান্ত মানুষেরা