প্রতীকী ছবি।
এ বার সরাসরি টেলিফোনে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল ডোমকল পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে। পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আসাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে দ্বিতীয় কিস্তির ১ লক্ষ টাকা থেকে নগদ ৩০ হাজার টাকা কাটমানি চেয়েছেন তিনি। হিতানপুর এলাকার মুসলিমা খাতুন নামে এক মহিলা সেই ঘটনার জেরে মঙ্গলবার ডোমকলের মহকুমা শাসক ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহাকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুল ইসলামের বিরুদ্ধে এদিন কাটমানি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকাল থেকেই অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে তাঁর এলাকার বাসিন্দা মুসলিমা খাতুনের কথোপকথনের একটা অডিও ভাইরাল হয়ে পড়ে ডোমকলে। তাতে শোনা যায় খোদ কাউন্সিলর ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পের টাকা থেকে কাটমানি চাইছেন মুসলিমার কাছ থেকে। তবে সেই অডিয়োর সত্যাসত্য আনন্দবাজার খতিয়ে দেখেনি।
মুসলিমার দাবি, ‘‘আমার মা তানজিলার নামে বছর খানেক আগে ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ হয়। প্রথম বারও এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে ৫০ হাজার টাকা কেটে নিয়েছিলেন ওই কাউন্সিলার। এ বার দ্বিতীয় কিস্তির সময় ১ লক্ষ টাকার মধ্যে ৩০ হাজার টাকা দাবি করে বসছে সে। এমনকি সেই টাকা না পেলে আমাদের অসুবিধায় পড়তে হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে তার পক্ষ থেকে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’’
টেলিফোনে কথোপকথনের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের ওই কাউন্সিলর আসাদুল ইসলাম। তবে তাঁর বক্তব্য, ‘‘আমি ওই মহিলার কাছে বালি বিক্রি করেছিলাম, তার বকেয়া টাকাই চেয়েছিলাম। বিশেষ কোনও উদ্দেশ্যে সেই কথোপকথন কাজে লাগিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন ওই মহিলা।’’ তা হলে কথপোকথনের সময় দলকে টাকা দিতে হবে বলছেন কেন? তখনই ‘‘ব্যস্ত রয়েছি’’ বলে আর কথা বাড়াতে চাইনি আসাদুল ইসলাম।
ডোমকলের পুরপ্রধান তৃণমূলের জাফিকুল ইসলাম বলছেন, ‘‘আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে গোটা বিষয়টি তদন্ত করব। কাটমানি নিয়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’ জেলা তৃণমূলের মুখপাত্র অশোক দাসও একই কথা বলেছেন।
তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কলকাতায় একটি বৈঠকের সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলের কেউ যদি কোনও প্রকল্পে কারও কাছ থেকে কাটমানি নেন, তা হলে তা ফেরত দিতে হবে। তার পরে সারা রাজ্য জুড়েই তা নিয়ে আন্দোলন শুরু হয়। অনেকে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফোন করেও অভিযোগ করেছিলেন।
ডোমকলেও সেই অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের কথায়, জন্মলগ্ন থেকেই কাটমানিতে জর্জরিত ডোমকল পুর এলাকার সাধারণ মানুষ। ডোমকলের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘কিছু দিন আগে দুর্নীতির অভিযোগে এক পুরপ্রধানকে সরানো হয়েছিল, এখন দেখছি নতুন বোতলে পুরনো মদ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy