ছবি এপি।
অযথা এনআরসি নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার চাপড়ায় মিলন মেলার উদ্বোধন করতে এসে রাজীব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও অপপ্রচার বা হুজুগে কান দেওয়ার দরকার নেই। রাজ্যে যতদিন আমরা আছি, কেউ কাউকে কোথাও বিতাড়িত করতে পারবে না।’’
আবার এ দিনই নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের মাঠে ভারতীয় জনতা মজদুর ইউনিয়নের সভায় এসে বিজেপি নেতা রাহুল সিংহ দাবি করেন, বাংলায় এনআরসি হবেই। তাঁর হুমকি, ‘‘বাংলাদেশ থেকে যে সব মুসলিম অনুপ্রবেশকারীরা এসেছে, তাদের তাড়ানো হবে। হিন্দুর কোনও কাগজ দরকার নেই। আতঙ্কিত হওয়ার কারণ নেই, তা তিনি যবেই আসুন।”
কয়েক জনের আত্মহত্যা প্রসঙ্গে রাহুলের দাবি, “এনআরসি-র কারণে ওঁরা কেউ মারা জাননি। ব্যক্তিগত বা পারিবারিক কারণে মারা গিয়েছেন।’’ তাঁর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। আগে তিনি মুসলমানদের আতঙ্কগ্রস্ত করেছেন। এ বার হিন্দুদের আতঙ্কিত করছেন। বিজেপি এ সব হতে দেবে না।”
রাজীব অবশ্য এ দিনও সকলকে আশ্বস্ত করেছেন, ‘‘হুড়োহুড়ি করার দরকার নেই। ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই। এটা আমরা, রাজ্য সরকারি করি। আর, জনগণনার কাজ যেমন হয় তেমনই হবে। আপনারা পশ্চিমবঙ্গে ছিলেন, পশ্চিমবঙ্গে আছেন এবং থাকবেন। আমরা সব সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy