রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে নবগ্রামের খেঁকুল হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলে এক জোট হয়ে কিরীটেশ্বরী গ্রামপঞ্চায়েত কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার আগে গ্রামবাসীদের পক্ষ থেকে কিরীটেশ্বরী পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নবগ্রামের বিডিও দেন্ডুপ ভুটিয়া। পরে বিডিও অবিলম্বে রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দেন এবং বুধবার ওই রাস্তা সরজমিনে খতিয়ে দেখতে যাওয়ার কথাও জানান। তার পরেই অবরোধ উঠে যায়। বিডিও জানান, অবিলম্বে ওই রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খেঁকুল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিমের অভিযোগ, ‘‘বড়বাথান থেকে খেঁকুল স্কুল হয়ে গঙ্গারামপুর যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। ফলে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও আগের থেকে অনেক কম হচ্ছে। আমাদের স্কুলে ১৪০০ ছাত্রছাত্রী। কিন্তু প্রতি দিন গড়ে ৪০০’র বেশি উপস্থিত থাকছে না। কারণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ছাত্রছাত্রীরা সাইকেল পড়ে গিয়ে চোট-আঘাত পাচ্ছে। এমনকী মোটরবাইক নিয়ে আসতে গিয়ে প্রতি দিন দুর্ঘটনায় পড়ছেন শিক্ষকরা।’’ ফলে বর্ষার সময় স্কুলে পঠন পাঠন চালানো কঠিন হয়ে পড়েছে বলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান। ছাত্রছাত্রীদের কথায়, জলকাদা ভেঙে সাইকেলে করে স্কুলে আসতে রাস্তায় আছাড় খেতে হচ্ছে। ফলে বাড়ি থেকে স্কুলে আসতে বারণ করছে বাবা-মা। অভিভাবকরা জানান, স্কুল যাতায়াত করতে গিয়ে ছাত্র-ছাত্রীরা হাত-পা ভাঙছে এবং স্কুলে না গেলে ছেলেমেয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এমনকী ওই রাস্তা দিয়ে কোন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ দিন তাই তারা বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবীতে পথে নামেন। তবে গণ্ডগোলের আশঙ্কায় কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের সামনে নবগ্রাম থানার পুলিশ মোতায়েন ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy