আচমকা পুলিশি হানায় মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের একটি সেল থেকে উদ্ধার হল স্মার্টফোন। তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কয়েক’টি সিম এবং চারটি মোবাইল চার্জার। মঙ্গলবার জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জেলের অভ্যন্তরে মোবাইল ফোন থেকে মাদকের আনাগোনার খবর পেয়ে বিশেষ গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। মোবাইল এবং সিম উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বস্তুত, গত কয়েক দিন ধরে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে। এমন খবরও পাওয়া গিয়েছে, যেখানে জেলে বসে অপরাধের ছক কষে তা বাইরে থাকা সঙ্গীদের জানাচ্ছে বন্দি। মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনগরে বন্দি রয়েছে একাধিক জঙ্গি নাশকতায় অভিযুক্তেরা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত থেকে আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি-র বেশ কিছু প্রথম সারির জঙ্গির বর্তমান ঠিকানা বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার। এই প্রেক্ষিতে নড়েচড়ে বসে পুলিশ। কিছু দিন আগে ‘সারপ্রাইজ় ভিজিট’-এ সংশোধনাগার থেকে মোবাইলের চার্জার উদ্ধার করেছিল পুলিশ। তবে সংশোধনাগরের ভিতর থেকে স্মার্টফোন উদ্ধারের ঘটনা এই প্রথম বলেই জানা যাচ্ছে।
জেল কর্তৃপক্ষের একটি সূত্রে খবর, বিচারাধীন ‘কুখ্যাত’ কামালউদ্দিন ও তার পাঁচ সহযোগী যে সেলে থাকে, সেখান থেকে স্মার্টফোন এবং অন্যান্য ‘গেজেট’ উদ্ধার হয়েছে। একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কামাল সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, তার সঙ্গে মাদক ব্যবসার যোগের কথাও।
আরও পড়ুন:
বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নীলাভকুমার সালকি বলেন, ‘‘বিচারাধীন বন্দির সেল থেকে একটি স্মার্টফোন উদ্ধার রয়েছে। পুরো জেলে আমরা নজরদারি বাড়াচ্ছি। তবে কী ভাবে স্মার্টফোন জেলের ভিতরে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ তিনি আরও জানান, ইতিমধ্যে বহরমপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে।