তখনও অবরোধ চলছে। — নি়জস্ব চিত্র।
মাঝ পথে ট্রেন থেমে গেলে গন্তব্যে যেতে পারেনি জনা তিরিশেক যাত্রী। শুক্রবার সকালে ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়ায় না গিয়ে থেমে যায় নবদ্বীপে। তারপর ওই যাত্রীরা টিকিটের মূল্য ফেরত চায়। তা পেয়ে বাড়ি ফিরে এসে এ দিন রাতে পূর্ব রেলের আজিমগঞ্জ–ফরাক্কা লাইনের নিমতিতা স্টেশনে প্রায় দু’ঘন্টা ধরে লাইনের উপর বসে পড়ে ট্রেন অবরোধ করে। বিক্ষোভের জেরে আটকে পড়ে কলকাতাগামী ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস ও ডাউন রাধিকাপুর এক্সপ্রেস। রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অবরোধের মাঝে রাত ১১টা নাগাদ নিমতিতা স্টেশনে ঢোকে আপ উত্তরবঙ্গগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস। যাত্রী অবরোধে সেই ট্রেনটিও আটকে পড়ে। পরে স্টেশন ম্যানেজার টিকিটের দাম ফেরত দিলে উঠে যায় অবরোধ।
অবরোধকারী যাত্রীদেরই একজন সাজাহান শেখের বাড়ি অরঙ্গাবাদে। তিনি বলেন, ‘‘ওড়িশায় রাজমিস্ত্রির কাজে যাব বলে শুক্রবার সকালে ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে রওনা হই। ঠিক ছিল, হাওড়ায় গিয়ে রাতে ট্রেন ধরব। কিন্তু নবদ্বীপ পর্যন্ত গিয়ে ট্রেন থেমে যায়। আমরা কেউ যাব ওড়িশায়, কেউ কেরলে। নবদ্বীপ স্টেশনে গিয়ে টিকিটের দাম ফেরত চেয়ে বিক্ষোভ দেখালে রেল পুলিশ আমাদের মারধর করে তাড়িয়ে দেয়।’’
নিমতিতার আর এক যাত্রী বাহারুল শেখ বলেন, ‘‘টাকা জলে যাবে ভেবেই আমরা বাস-লরি ধরে নিমতিতায় ফিরে আসি রাত ৮টা নাগাদ। নিমতিতা স্টেশনে গিয়ে স্টেশনের ম্যানেজারকে সব কথা জানিয়ে টিকিটের দাম ফেরত চাই। কিন্তু তিনি জানিয়ে দেন, টিকিটের দাম ফেরত দেওয়া যাবে না। এরপরই আমরা স্টেশনে লাইনের উপরেই বসে পড়ি।’’
এই কাণ্ডে কার্যত নাজেহাল হতে হয় রেল কর্মীদের। রেল পুলিশও বার বার অনুরোধ করে অবরোধ তুলে নেওয়ার জন্য। কিন্তু তাঁরা অবরোধে অবিচল থাকেন। কেউ কেউ জামা ও গেঞ্জি খুলে রেল লাইনের উপর শুয়ে পড়েন। ইতিমধ্যেই নিমতিতা স্টেশনে ঢুকে পড়ে উত্তরবঙ্গগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসটিও। কিছু যুবক ছুটে গিয়ে বসে পড়ে ওই ট্রেনের সামনেও। এরপরই নিমতিতার স্টেশন ম্যানেজার কথা বলেন মালদহ ডিভিসনের রেল কর্তাদের সঙ্গে। তাঁদের নির্দেশে সমস্ত যুবকের টিকিটের দামের পুরো টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হলে বিক্ষোভ ওঠে রাত সাড়ে ১১টা নাগাদ।
বিক্ষোভকারী যুবকদের অন্যতম বাদল শেখ বলেন, ‘‘নবদ্বীপে টিকিটের দাম ফেরত চাইতে গেলে গলা ধাক্কা দিয়েছে পুলিশ। কী করব, অচেনা জায়গা বলে ফিরে আসি। তাই নিজের এলাকা নিমতিতাতে এসেই বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিই।’’ নিমতিতার স্টেশন ম্যানেজার অরুণ সিংহ বলেন, ‘‘অবরোধে দু’ঘন্টা আটকে পড়ে কয়েকটি ট্রেন। শেষ পর্যন্ত টিকিটের দাম ফেরত দেওয়া হলে অবরোধ তুলে নেন ওই যুবকেরা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy