Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Protest

পথে বামেরা, কংগ্রেস সঙ্গী আবার পৃথকও

এ বছরের গোড়াতেই পুরভোটকে সামনে রেখে শান্তিপুরে বাম এবং কংগ্রেস কর্মীরা এক সঙ্গে দেওয়াল দখলে নেমেছিলেন। করোনা ধাক্কা পার করে ফের ভোট এগিয়ে আসতেই আবার একযোগে কর্মসূচি নেওয়া শুরু হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০৩:০৫
Share: Save:

হাথরসের ধর্ষণ-খুন এবং এই রাজ্যে নানা সময়ে নারী নির্যাতনের ঘটনা সামনে রেখে জেলা জুড়ে পথে নামল বাম দলগুলি। লক্ষ্য, একই সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলকে নিশানা করা। সর্বত্র না হলেও শান্তিপুর বা কালীগঞ্জের মতো কিছু জায়গায় সঙ্গী হয়েছে কংগ্রেসও।

এ বছরের গোড়াতেই পুরভোটকে সামনে রেখে শান্তিপুরে বাম এবং কংগ্রেস কর্মীরা এক সঙ্গে দেওয়াল দখলে নেমেছিলেন। করোনা ধাক্কা পার করে ফের ভোট এগিয়ে আসতেই আবার একযোগে কর্মসূচি নেওয়া শুরু হয়েছে। শান্তিপুর শহরে সিপিএম, আরসিপিআই, সিপিআইয়ের মতো বাম দলগুলির পাশাপাশি কংগ্রেস কর্মীরাও প্রতিবাদ মিছিলে যোগ দেন। কালীগঞ্জের পলাশি ও দেবগ্রামেও বাম এবং কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল করা হয়। রানাঘাটে কিন্তু তা হয়নি। সিপিএম ও আরএসপি কর্মীরা পুরসভা প্রাঙ্গণ থেকে মিছিল করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জিআরপি মোড়ে গিয়ে পথসভা করেন। ও দিকে, কংগ্রেসের তরফে আলাদা ভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জেলা বামফ্রন্টের আহ্বায়ক সুমিত দে দাবি করেন, “উত্তরপ্রদেশে শুধু নয়, এ রাজ্যেও নারী নির্যাতন বাড়ছে। অনেক ক্ষেত্রে দোষীদের আড়াল করা হচ্ছে। আমরা প্রতি ক্ষেত্রেই দোষীদের শাস্তি চাই।” তবে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কটাক্ষ, “বাম আমলে ধানতলা, বানতলা, তাপসী মালিকের কথা ওঁরা ভুলে গেছেন!” তাঁর দাবি, “হাথরসের ঘটনায় সেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীদের শাস্তি হবে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এখন বিজেপির বিরুদ্ধে বলার কিছু নেই, তাই ওঁরা এ সব করছেন।” জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর দীপক বসুর দাবি, “এখানে কোনও ঘটনা হলে প্রশাসন ব্যবস্থা নেয়। বাম নেতারা আগে নিজেদের আমলের কথা বলুন। সেই সময়ে তো এই ধরনের ঘটনা আরও বেশি হত!”

কিন্তু জোটসঙ্গী হওয়া সত্ত্বেও কংগ্রেস কোথাও বামেদের সঙ্গে একই কর্মসূচিতে উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত কেন? জেলা কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বলেন, “এখানে যৌথ ভাবে কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও প্রদেশ থেকে কোনও নির্দেশিকা পাইনি। বামেদের তরফে এই কর্মসূচির বিষয়ে আমাদের আগে কিছু জানানোও হয়নি।”

জোটের মধ্যেও কিছু ঘোঁট কি তবে এখনও রয়ে গিয়েছে?

অন্য বিষয়গুলি:

Protest Left Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy