বিসর্জনের শোভাযাত্রায় বচসা। আর সেই বচসা থেকেই ছুটল গুলি। মুর্শিদাবাদ জেলার নওদার এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় পুজো কমিটির সদস্য এবং তৃণমূলকর্মীরা। গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুরে তৃণমূলের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কয়েক জন তৃণমূলকর্মীর সঙ্গে স্থানীয় একটি পুজো কমিটির সদস্যদের বচসা বাধে। অভিযোগ তৃণমূলের কয়েক জন কর্মী-সমর্থক রাজ্য সড়ক ধরে প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে পুজো কমিটির সদস্যদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অসুবিধা হচ্ছিল।
তৃণমূলকর্মীদের গাড়ি আস্তে চালানোর জন্য অনুরোধ করলে হঠাৎই পুজো কমিটির সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। আহত যুবকের নাম রিন্টু বিশ্বাস। তাঁর বাড়ি নওদা থানারই সর্বাঙ্গপুর গ্রামে।
এই ঘটনা প্রসঙ্গে নওদা ব্লক তৃণমূলের সভাপতি শফিউজ জামান হাবিব বলেন, “ওই অঞ্চলটা দুষ্কৃতী প্রভাবিত। আমাদের কর্মসূচি থাকলেই সেখানে অশান্তি তৈরি করার পরিকল্পনা করা হয়। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন মহিলা কর্মীদের একটি বাস আটকে দিয়ে ওখানকার বেশ কিছু দুষ্কৃতী তাণ্ডব চালায়। আমাদের কয়েক জন মহিলা কর্মী আহত হয়েছেন। ওরাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে বলে প্রাথমিক ভাবে খবর পেয়েছি।”