মুর্শিদাবাদের ডোমকল এ বছরই পুরসভার তকমা পাচ্ছে। সেই সঙ্গে অরঙ্গাবাদকেও পুরসভাতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার মুর্শিদাবাদের নতুন চাঁদরা গ্রামে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এমনটাই জানালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘ডোমকলকে পুরসভা করার চূড়ান্ত কাগজপত্র প্রস্তুত হয়েছে। নোটিফিকেশনও বের করা হয়েছে। এ বছরই ডোমকল পুরসভা হিসেবে কাজ শুরু করবে।’’ বিড়ি শিল্পাঞ্চল অরঙ্গাবাদের কথা উল্লেখ করে পুরমন্ত্রী জানান, বিড়ি শিল্পের এলাকা অরঙ্গাবাদকেও পুরসভা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেলাশাসকের কাছে এ ব্যাপারে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলেই যত দ্রুত সম্ভব অরঙ্গাবাদকে পুরসভার স্বীকৃতি দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
রাজ্যের পুরমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিপিএম নেতা তথা ডোমকলের বিধায়ক আনিসুর রহমান। তিনি বলেন, ‘‘চার বছর আগেই ডোমকলকে পুরসভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিগত বামফ্রন্ট সরকার। কিন্তু নানা কারণে সেই সিদ্ধান্ত কার্যকর না করে ফেলে রাখা হয়েছিল। এখন বর্তমান সরকার যদি সেটা করে তবে ভাল তো বটেই। আনিসুর জানান, যত তাড়াতাড়ি অরঙ্গাবাদ পুরসভার স্বীকৃতি পায় ততই ভাল। পুরসভা হলে বিড়িশিল্পের এই শহরের উন্নয়ন ত্বরান্বিত হবে। যেটা খুব প্রয়োজন।’’
মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি তথা লালগোলার বিধায়ক আবু হেনা অবশ্য জানান, ডোমকলই রাজ্যের একমাত্র মহকুমা সদর যেটা পুরশহর নয়। ডোমকলকে পুরসভা করার দাবি দীর্ঘদিনের। এতদিনে তা বাস্তবে রুপায়িত হচ্ছে। আর অরঙ্গাবাদকে পুরসভা করার সিদ্ধান্ত আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আবু হেনা বলেন, ‘‘কিন্তু লালগোলার সব যোগ্যতা থাকা সত্ত্বেও কেন এই শহরকে পুরসভা করা হচ্ছে না তা বোঝা যাচ্ছে না। আসলে সব কিছুই হচ্ছে রাজনীতির দিকে তাকিয়ে।’’ সুতির বিধায়ক তৃণমূলের ইমানি বিশ্বাস পুরমন্ত্রীর এই ঘোষণার পরে বলেন, ‘‘বামেরা যা পারেনি আমরা তা করে প্রমাণ করে দিচ্ছি অরঙ্গাবাদের উন্নয়নই আমাদের অন্যতম লক্ষ্য।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy