যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদ করছিল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। তার মাঝেই এসএফআইয়ের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হল নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে জখম হলেন এক সিভিক ভলান্টিয়ার। আহত দুই দলেরই বেশ কয়েক জন কর্মী এবং সমর্থক। পরিস্থিতি এমন হয় যে, বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
টিএমসিপি-র দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তারা। সেই সময় কয়েক জন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে এসএফআই এবং সিপিএমের কর্মীরা তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। টিএমসিপি তাতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
পাল্টা এসএফআই এবং সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে তারা কর্মসূচি নিয়েছিল। সেই সময় টিএমসিপি-র কর্মী এবং ‘বহিরাগত’রা তাদের কর্মীদের উপর হামলা চালায়। তাতে বেশ কয়েক জন আহত হন। তাঁদের কল্যাণী জহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবারের ওই অশান্তির পর বিশ্ববিদ্যালয় চত্বর থমথমে। আইনশৃঙ্খলা বজায় রাখতে কল্যাণী থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে খবর।