ভোটগ্রহণ কেন্দ্রে আরও বেশি করে মহিলা ভোটারদের নিয়ে যেতে হবে। ভোটদানে উৎসাহিত করতে হবে নতুন প্রজন্মকে। যা নিয়ে নানা কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আরও একধাপ এগোল নদিয়া জেলার নির্বাচন দফতর। ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করা হল নদিয়ার সন্তান অর্জুন পুরষ্কারপ্রাপ্ত অ্যাথলেটিক সোমা বিশ্বাসকে। জেলাশাসক সুমিত গুপ্ত বলছেন, ‘‘সোমা বিশ্বাস নদিয়ার মেয়ে। তিনি শুধু একজন সফল অ্যাথলেটিকই নন, তিনি এক জন আইকন। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে তার একটা প্রভাব আছে। তাঁকে সামনে রেখে সেই সব ছেলেমেয়েদের পাশাপাশি মহিলাদেরকেও আরও বেশি ভোটদানে যোগ দিতে উৎসাহিত করতে চাইছি।’’ জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, সেই মতো একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে। যেমন, আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে কৃষ্ণনগর শহরের সিএমএস স্কুলের সামনে থেকে তাঁকে সামনে রেখে ভোটদানে উৎসাহিত করার জন্য বিশেষ শোভাযাত্রা বার হয়। যোগ দেন জেলার পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। যাঁরা নতুন প্রজন্মের ভোটার। তার পর রবীন্দ্রভবনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নানা কর্মসূচি হয়। জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি ভোটারদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন সোমা বিশ্বাস। ছিল প্রশ্নোত্তর পর্ব।
নিজস্ব চিত্র
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy