অন্ধকারে হেঁটে যাচ্ছিল তিন জন। তাঁদের ব্যাগ খুলতেই ধরা পড়ল কোটি টাকার হেরোইন! শনিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের তিন মাদক পাচারকারীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ওজনের হেরোইন, যার আন্তর্জাতিক বাজারে মূল্য কয়েক কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ফরমান, আলতাফ আলম এবং মহম্মদ আজিজ। তিন জনই ঝাড়খণ্ডের রাজমহল সংলগ্ন সাহেবগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে ধৃতদের এই চক্রটি। সম্প্রতি অসমের গুয়াহাটি থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে তারা। পাচারের সময় পুলিশের চোখে ধুলো দিতে ট্রেনের বদলে বাসে যাওয়ার ছক কষেছিল চক্রটি। শনিবার রাতে নিউ ফরাক্কা স্টেশনে পৌঁছে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে পেট্রোল পাম্প এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন তিন পাচারকারী। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ফরাক্কা পুলিশ যৌথ অভিযান চালায়। তল্লাশিতে ওই তিন জনের ব্যাগে মেলে হেরোইন।
আরও পড়ুন:
জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘মুর্শিদাবাদে এত বিপুল পরিমাণ হেরোইন সাম্প্রতিক কালে উদ্ধার হয়নি। এর গুণমান অনেক উন্নত।’’ পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগসূত্র এবং হেরোইনের উৎস খতিয়ে দেখছে এসটিএফ। রবিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।