হাওড়া স্টেশনে এক যাত্রীর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া মুদ্রার মূল্য প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা। হেমন্তকুমার পাণ্ডে নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে তিনি এসেছেন বলে আরপিএফ সূত্রে খবর।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে যে, ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছে প্রচুর বিদেশি মুদ্রা রয়েছে বলে শনিবার তাদের কাছে খবর এসেছিল। খবর পেয়ে রবিবার সকালে হাওড়া স্টেশনে ওই ট্রেনের যাত্রীদের উপর নজরদারি শুরু হয়। ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করার পরে তা থেকে কালো জ্যাকেট পরা এক যাত্রীকে সন্দেহজনক ভাবে নামতে দেখা যায়। আরপিএফ জওয়ানেরা তাঁকে আটক করে তল্লাশি চালালে তাঁর পিঠের ব্যাগ এবং প্যান্টের পকেট থেকে ২ লক্ষ ৮৯ হাজার মার্কিন ডলার, ৫২,৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেমন্ত নামে ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসছিলেন। তাঁর বয়স ৫০ বছর। ওই বিদেশি মুদ্রার বদলে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তখনই আরপিএফ সমস্ত মুদ্রা বাজেয়াপ্ত করে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি ওই টাকা গোরক্ষপুরের এক বিদেশি মুদ্রা বিনিময়কারী সংস্থার থেকে নিয়েছিলেন। কলকাতার পার্ক স্ট্রিটে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। হেমন্তকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।