টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা সে দেশে চালু করার প্রস্তাবও দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প জমানায় মাস্ক আমেরিকার ডিপার্টমেন্ট অফ এফিশিয়েন্সি-র দায়িত্বেও রয়েছেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে একটি চিঠি দেন ইউনূস। তাতে তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। চিঠিতে লেখেন যে, মাস্ক সে দেশে গেলে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বাংলাদেশের তরুণেরা। এতে তাঁদেরই সুবিধা হবে। মাস্ককে ‘উন্নত ভবিষ্যৎ’ গড়ে তোলার ডাক দেন তিনি। চিঠিতে ইউনূস আরও জানান, বাংলাদেশে স্ট্রারলিঙ্কের পরিষেবা চালু হলে সুবিধা পাবেন যুবসমাজ থেকে প্রান্তিক মানুষজন। প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি মাস্কের সঙ্গে ফোনে কথা হয়েছিল ইউনূসের। সূত্রের খবর, সে সময় ট্রাম্পের সংস্থার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা গড়ে তোলার কথায় হয়েছিল দু’জনের। তখনই বাংলাদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়েও কথা হয়েছিল ইউনূস এবং মাস্কের।
আরও পড়ুন:
‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু করার মতো পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ইউনূস সরকার। এ জন্য উচ্চপর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমানকে মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’-এর সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে বলেছেন ইউনূস।
প্রসঙ্গত, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় তাঁর সঙ্গে দেখা করেন ইলন মাস্ক। তাঁর হাতে বিশেষ উপহারও তুলে দেন তিনি। মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানের একটি অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মাস্ক। পাল্টা মাস্কের তিন সন্তানকে বই উপহার দিয়েছেন মোদী। তালিকায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইও। তার দিন কয়েক পরেই ভারতে নিয়োগ শুরু করে ইলন মাস্কের সংস্থা টেসলা। কর্মসংস্থান সংক্রান্ত অ্যাপ ‘লিঙ্কড্ ইন’-এ টেসলার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়। এ বার বাংলাদেশে যাওয়ার জন্য মাস্ককে আমন্ত্রণ জানালেন ইউনূস।