Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অশালীন আচরণে অভিযুক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট

মহকুমা শাসকের দফতের ভিতরেই এক ছাত্রীর সঙ্গে অশালী‌ন আচরণ করার অভিযোগ উঠল ডেপুটি ম্যাজিস্টেটের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ‘রেসিডেন্সিয়াল সার্টিফিটেট’ নেওয়ার জন্য কৃষ্ণনগরের বাসিন্দা ওই ছাত্রী কৃষ্ণনগর সদর মহকুমা শাসকের দফতরে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০১:৫৬
Share: Save:

মহকুমা শাসকের দফতের ভিতরেই এক ছাত্রীর সঙ্গে অশালী‌ন আচরণ করার অভিযোগ উঠল ডেপুটি ম্যাজিস্টেটের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ‘রেসিডেন্সিয়াল সার্টিফিটেট’ নেওয়ার জন্য কৃষ্ণনগরের বাসিন্দা ওই ছাত্রী কৃষ্ণনগর সদর মহকুমা শাসকের দফতরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ঘরের ভিতরে একা পেয়ে তাঁর গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।

ছাত্রীর দাবি, এর পর ঘরের বাইরে বেরিয়ে এসে তিনি তাঁর বাবাকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মহকুমা শাসকের দফতর চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানানো হয় মহকুমা শাসক মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায়কে। সবটা শুনে তিনি ওই ছাত্রীকে গোটা বিষয়টি লিখিত ভাবে জানানোর পরামর্শ দেন। সেই মতো এ দিনই তরুণী মহকুমা শাসক ও জেলা শাসককে লিখিত ভাবে অভিযোগ জানান। মহকুমা শাসক মৈত্রেয়ীদেবী বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। গোটা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর পর তাঁরা যা নির্দেশ দেবেন, সেই মতো পদক্ষেপ করা হবে।’’

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‘‘এমন কোনও ঘটনার কথা কল্পনাও করতে পারছি না। মেয়েটি তাঁর সার্টিফেকেটে আমার সার্ভিস আইডি নম্বর লিখে দিতে বলছিল। কিন্তু সেটা লেখা আমার পক্ষে সম্ভব ছিল না। তা ছাড়া সেটা বাধ্যতামূলকও নয়। তাই দিইনি। অন্যদেরও দেওয়া হয় না। হয়তো সেই কারণেই মেয়েটি রাগের মাথায় এই ধরণের আচরণ করছে। মাথা ঠান্ডা হলে নিজের ভুল বুঝতে পারবে।’’ যদিও ছাত্রীর দাবি, ‘‘আইডি নম্বর লিখতে বলার প্রয়োজনই নেই। আমি সেটা বলিওনি। উনি মিথ্যা বলছেন।’’

অন্য বিষয়গুলি:

Deputy Magistrate indecent behavior
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE