এসএফআইয়ের নদিয়া জেলা সম্মেলনে যোগ দিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। শুক্রবার কল্যাণী আইটিআই মোড়ে ছাত্র সংগঠনের সম্মেলনে দাবি করেন, “এই রাজ্য থেকে বামফ্রন্টকে সরাতে এবং কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করতে আরএসএস সক্রিয় ভূমিকা নিয়েছিল।”
দীর্ঘ চল্লিশ বছর পরে কল্যাণীতে এসএফআইয়ের জেলা সম্মেলন হচ্ছে। এ দিন প্রকাশ্য সমাবেশে সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, জেলা সভাপতি সৌরভ দে, জেলা সম্পাদক সবুজ দাসেরা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, প্রাক্তন বিধায়ক এস এম সাদিরাও। ২০৭ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। সংগঠনের জেলা সভাপতি সৌরভ দে বলেন, “আগামী প্রজন্ম কোন পথে চলবে, শিক্ষা কী ভাবে বাঁচবে তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)