Advertisement
E-Paper

লোকসভায় জেলায় তিনে তিন চান অধীর ​​​​​​​

একই সঙ্গে অধীর বহরমপুরে তাঁর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান। এ দিন অধীর বলেন, ‘‘আমাকে হারানোর অনেক গল্প শুনেছি।”

An image of Adhir Chowdhury

মঙ্গলবার অভিষেকের পাল্টা স্লোগান তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:২০
Share
Save

মুর্শিদাবাদে এসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার বার বলতে শোনা গিয়েছে জেলার তিনটি লোকসভা আসন দখল করার কথা। মঙ্গলবার অভিষেকের পাল্টা স্লোগান তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন, ‘‘এ বারে আমাদের স্লোগান হবে ‘লোকসভায় তিনে তিন, তৃণমূলকে কবর দিন।’’

একই সঙ্গে অধীর বহরমপুরে তাঁর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান। এ দিন অধীর বলেন, ‘‘আমাকে হারানোর অনেক গল্প শুনেছি। ২০১৯ সালে শুনেছিলাম, অধীর বিজেপি হয়ে গিয়েছে, হারাতে হবে। তখনও বলেছিলাম, এ বারও প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, বহরমপুর লোকসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসুন, আমি আপনার বিরুদ্ধে লড়ব যদি আমাকে কংগ্রেস টিকিট দেয়। আপনাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব।’’

এ দিন ভগবানগোলা ২ ব্লকের নশিপুরে অধীরের জনসভা ছিল। সেখানে ওই ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলামের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। এ বিষয়ে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি বলেন, ‘‘অধীরের সভা হয়েছে শুনেছি। কিন্তু আমাদের কেউ দলে যোগ দিয়েছেন কি না, খোঁজ নিয়ে জানাব।’’বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘‘তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে মানুষের ঢল দেখে প্রদেশ কংগ্রেস সভাপতির মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এসব কথা বলছেন। তৃণমূল গতবার দু’টি আসনে দু’লক্ষের কাছাকাছি ভোটে জয়ী হয়েছিল। এ বারে তিনটি আসনেই আমরা জয়ী হব।’’ তাঁর আরও দাবি, ‘‘অধীরকে হারানোর জন্য মুখ্যমন্ত্রীকে আসতে হবে না। তৃণমূলের যাঁকেই দাঁড় করানো হবে তিনিই অধীরকে হারাবেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

adhir chowdhury loksabha election Congress TMC

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}