কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে পাচারের আগে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে মাদক ও ইনজেকশন। গাঁজা, নিষিদ্ধ কাশির সিরাপ-সহ ‘হিউম্যান অ্যালবুমিন’ নামক বহুমূল্য ইনজেকশন পাকড়াও করে বিএসএফ। বাজেয়াপ্ত পণ্যগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ৩২, ১৫৩ ও ১৬৮ নম্বর ব্যাটেলিয়ানের অধীন এলাকা থেকে টাকার পেরিয়ে চোরা চালানোর খবর পেয়ে তল্লাশি শুরু করে ওই এলাকার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা। টহলদারির সময় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১১.৬৫ কেজি গাঁজা, ২৭৪ বোতল ফেনসিডিল এবং ৫০ বোতল হিউম্যান নরমাল অ্যালবুমিন ইনজেকশন বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় পণ্যের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে সূত্রের দাবি। তবে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান। পাচারকারীদের গ্রেফতার করতে এলাকায় তল্লাশি চালাচ্ছে বিএসএফ।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র (ডিআইজি) একে আর্য বলেন, ‘‘বেশ কিছু সন্দেহভাজনের গতিবিধির উপর লক্ষ্য রেখে অভিযান চালানো হয়। প্রাকৃতিক প্রতিকূলতাকে কাজে লাগিয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও বেশ কিছু পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে।’’