Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Woman arrested

স্বামীকে খুন করে পালিয়ে এসেছেন! স্বরূপনগরে এসে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

স্বামীকে খুনের অভিযোগ উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে এক মহিলাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ট্রানজ়িট রিমান্ডে মুম্বই নিয়ে যেতে ধৃত মহিলাকে সোমবার বসিরহাট আদালতে হাজির করানো হয়।

ধৃত মহিলার নাম রোজিনা জালাল মণ্ডল।

ধৃত মহিলার নাম রোজিনা জালাল মণ্ডল। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ১৪:১০
Share: Save:

স্বামীকে খুনের অভিযোগ উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে এক মহিলাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ট্রানজ়িট রিমান্ডে মুম্বই নিয়ে যেতে ধৃত মহিলাকে সোমবার বসিরহাট আদালতে হাজির করানো হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম রোজিনা জালাল মণ্ডল। রবিবার রাতে স্বরূপনগরেপ তরণীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মুম্বই পুলিশ ও স্বরূপনগর থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন রোজিনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ভান্দুপ থানা এলাকার ভান্দুপ শহরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন রোজিনা ও তাঁর স্বামী জালাল মণ্ডল। দু’জনের মধ্যে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। তার জেরেই স্বামীকে রোজিনা খুন করেছেন বলে অভিযোগ। পুলিশের দাবি, মুম্বইয়ে স্বামীকে খুন করে স্বরূপনগরের তরণীপুরের বাড়িতে চলে আসেন রোজিনা।

স্বামী খুনের অভিযোগ দায়ের হয়েছিল ভান্দুপ থানায়। তার ভিত্তিতেই তদন্তে নেমে স্বরূপনগর থানার পুলিশের সাহায্য নিয়ে রোজিনাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

অন্য বিষয়গুলি:

Mumbai police swarupnagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE