মাকে হারালেন পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
মারা গেলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। নাকতলার বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পার্থর মাতৃবিয়োগের খবর পাওয়ার পরেই তাঁর অনুগামীরা চলে আসেন মন্ত্রীর নাকতলার বাড়িতে। পার্থর বিধানসভা আসন বেহালা পশ্চিম থেকে তৃণমূল কর্মীরা আসেন। পার্থর বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থকে সমবেদনা জানাতে যান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পরে যান রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে তিনি শোকবার্তা এবং পার্থর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Deeply condole the death of mother of Senior Minster @MamataOfficial Shri Partha Chatterjee @itspcofficial.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2021
Pray Almighty to bestow eternal peace on departed soul and give courage to her family, friends and admirers to bear this huge loss.
RIP
বহু তৃণমূল কর্মী পার্থর বাড়িতে এলেও করোনা পরিস্থিতি মেনে যাতে ভিড় না হয় সে দিকে নজর রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy