প্রতিনিধিত্বমূলক ছবি।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের পরেও ইঞ্জিনিয়ারিংয়ের মোট আসনের অর্ধেকেরও বেশি ফাঁকা রয়ে গিয়েছে। তবে পরিস্থিতি গত বছরের থেকে ভাল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা শনিবার জানান, গত বছরের তুলনায় এ বার প্রায় তিন হাজার পড়ুয়া বেশি ভর্তি হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রের খবর, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে মোট আসন প্রায় ৩৬ হাজার। তার মধ্যে কাউন্সেলিংয়ের পরে প্রায় সাড়ে ১৬ হাজার আসনে পড়ুয়ারা ভর্তি হয়েছেন। মলয়েন্দু জানান, কেন্দ্রীয় কাউন্সেলিং শেষ হওয়ার পরে তাঁরা উচ্চশিক্ষা দফতরে রিপোর্ট পাঠিয়েছেন। তাঁর আশা, উচ্চশিক্ষা দফতর এর পর বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের নির্দেশ দিলে আরও আসনে পড়ুয়ারা ভর্তি হবেন। এ বছরও কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের পর কেন এত আসন ফাঁকা থাকল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তেমনই গত বছরের থেকে বেশি পড়ুয়া ভর্তির কারণ জানতেও অনেকে উৎসুক। গত বছরের তুলনায় এ বার তিন হাজার অতিরিক্ত পড়ুয়া ভর্তি হওয়ার ব্যাখ্যা দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। তাঁর ব্যাখ্যা, এ বার কাউন্সেলিং শুরুর আগেই জয়েন্ট এন্ট্রান্স মেন ও অ্যাডভান্সের কাউন্সেলিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ে ভর্তির সুযোগ পেয়েও ছাড়ার প্রবণতাও গত কিছু বছরের তুলনায় কম। আসন ফাঁকা থাকা ঠেকাতে কাউন্সেলিং পদ্ধতির কিছু বদলও করা হয় বলে তিনি জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy