নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
মানসিক ও স্নায়বিক সমস্যার চিকিৎসার জন্য বেঙ্গালুরুর ‘নিমহান্স’-এ পাড়ি দেন এ রাজ্যের বহু মানুষ। মানসিক ও স্নায়বিক রোগ যে ভাবে বাড়ছে, তাতে পূর্ব ভারতে নিমহান্স-এর শাখা খোলা দরকার বলে দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, বনহুগলির ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ড’ (এনআইওএইচ) প্রতিষ্ঠানটি ভাল কাজ করছে। তাদের কাছেই জমি এবং বাড়ি আছে। সেলিমের প্রস্তাব, প্রাথমিক ভাবে এনআইওএইচ প্রাঙ্গণেই নিমহান্সের কলকাতা ক্যাম্পাস শুরু করা যেতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা অবশ্য এর আগেই সেলিমের প্রস্তাবের উত্তরে জানিয়েছিলেন, বিষয়টি বিবেচনা করে দেখা হবে। কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে দ্রুত উদ্যোগী হয়, সেই আর্জিই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সাংসদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy